ঢাকা , বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়ার শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ চোরাই ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ মৌলভীবাজার-৩আসনে জামায়াতের প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহার বাঁধায় অবরুদ্ধ নির্বাচনী প্রচারণায় বৃহস্পতিবার তারেক রহমান মৌলভীবাজারে আসছেন নবীনগরে র‍্যাবের বিশেষ অভিযানে ৭২০ রাউন্ড গুলি সহ দুটি এয়ারগান উদ্ধার কেন্দ্রীয় ছাত্রদলের মনোনীত নির্বাচনী প্রচারণার সমন্বয়ক ফেরদৌস গাজীপুরে কর্মচারীকে বাঁচাতে গিয়ে মালিক নিহত বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক মুফতি সামছুল ইসলাম সরকারি কাজে বাঁধা জুলাই যুদ্ধা তারেকের বিরুদ্ধে মামলা জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষার্থী কুলাউড়ার কুলসুমা

গাজীপুরে কর্মচারীকে বাঁচাতে গিয়ে মালিক নিহত

নিজস্ব প্রতিবেদক, মারুফ হাসান:
  • প্রকাশের সময় : ১০:৫৮:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / ২০ বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে এক দোকান কর্মচারীর সাথে তুচ্ছ ঘটনা কথা কাটাকাটি ও মারামারির একপর্যায়ে  মালিক বাঁচাতে এগিয়ে আসলে তিনি প্রাণ হারায়। এ ঘটনায় তিন জনকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ । শনিবার (১৭ই জানুয়ারি) বেলা ১১ টার দিকে কালীগঞ্জে পৌরসভা এলাকা সংলগ্ন ঘটনাটি ঘটে । ঘটনায় নিহত দোকান মালিক লিটন চন্দ্র ঘোষ ওরফে কালী (৫৫) তিনি চান্দাইয়া এলাকার নির্মল চন্দ্র ঘোষ ওরফে কালুর ছেলে।
জানা গেছে, কালীগঞ্জ পৌরসভা সংলগ্ন তাঁর মালিকানাধীন ‘বৈশাখী সুইটমিট অ্যান্ড হোটেল’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে তিনি দীর্ঘদিন ধরেই ব্যবসা করে আসছিলেন ।
এদিকে এ ঘটনায়  আটককৃতরা হলেন বালীগাঁও এলাকার মৃত তারা মিয়ার ছেলে মোহাম্মদ স্বপন মিয়া (৫৫), তার স্ত্রী মাজেদা খাতুন (৪৫) এবং ছেলে মাসুম মিয়া (২৮)। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বেলা ১১টার দিকে মাসুম মিয়া ওই হোটেলে যান। একপর্যায়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানকর্মী অনন্ত দাশ (১৭)-এর সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। সে সময় মাসুমের বাবা-মা ঘটনাস্থলে এসে মারামারিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি শান্ত করতে হোটেল মালিক কালি ঘোষ এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে বেলচা দিয়ে কালি ঘোষের মাথায় আঘাত করা হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং মারা যান। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, ঘটনার পরপরই জড়িত তিনজনকে কালীগঞ্জ থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

গাজীপুরে কর্মচারীকে বাঁচাতে গিয়ে মালিক নিহত

প্রকাশের সময় : ১০:৫৮:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে এক দোকান কর্মচারীর সাথে তুচ্ছ ঘটনা কথা কাটাকাটি ও মারামারির একপর্যায়ে  মালিক বাঁচাতে এগিয়ে আসলে তিনি প্রাণ হারায়। এ ঘটনায় তিন জনকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ । শনিবার (১৭ই জানুয়ারি) বেলা ১১ টার দিকে কালীগঞ্জে পৌরসভা এলাকা সংলগ্ন ঘটনাটি ঘটে । ঘটনায় নিহত দোকান মালিক লিটন চন্দ্র ঘোষ ওরফে কালী (৫৫) তিনি চান্দাইয়া এলাকার নির্মল চন্দ্র ঘোষ ওরফে কালুর ছেলে।
জানা গেছে, কালীগঞ্জ পৌরসভা সংলগ্ন তাঁর মালিকানাধীন ‘বৈশাখী সুইটমিট অ্যান্ড হোটেল’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে তিনি দীর্ঘদিন ধরেই ব্যবসা করে আসছিলেন ।
এদিকে এ ঘটনায়  আটককৃতরা হলেন বালীগাঁও এলাকার মৃত তারা মিয়ার ছেলে মোহাম্মদ স্বপন মিয়া (৫৫), তার স্ত্রী মাজেদা খাতুন (৪৫) এবং ছেলে মাসুম মিয়া (২৮)। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বেলা ১১টার দিকে মাসুম মিয়া ওই হোটেলে যান। একপর্যায়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানকর্মী অনন্ত দাশ (১৭)-এর সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। সে সময় মাসুমের বাবা-মা ঘটনাস্থলে এসে মারামারিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি শান্ত করতে হোটেল মালিক কালি ঘোষ এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে বেলচা দিয়ে কালি ঘোষের মাথায় আঘাত করা হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং মারা যান। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, ঘটনার পরপরই জড়িত তিনজনকে কালীগঞ্জ থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।