ঢাকা , মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

উদ্বোধনী জুটি ভাঙার পর আগ্রাসী অস্ট্রেলিয়া

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৮:৩৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • / ১৭০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক || উদ্বোধনী জুটি ভাঙার পর আগ্রাসী অস্ট্রেলিয়া।

অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের উদ্বোধনী জুটি বেশিক্ষণ টিকলো না। তৃতীয় ওভারের প্রথম বলেই শর্ট ফাইন লেগে মার্ক অ্যাডাইরের সহজ ক্যাচ হন ওয়ার্নার (৩)।

ব্যারি ম্যাকক্যার্থির বলে ৮ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর নতুন ব্যাটসম্যান মিচেল মার্শ নেমেই চার মারেন। অন্য প্রান্ত থেকে আগ্রাসী ফিঞ্চও, দুটি চার ও ছয় মেরেছেন তিনি। মার্শ মারেন দুই চার। তাতে পাওয়ার প্লের ছয় ওভার শেষে ১ উইকেটে ৩৮ রান অস্ট্রেলিয়ার।

গ্যাবায় সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার লড়াই

ব্রিসবেনের গ্যাবায় গুরুত্বপূর্ণ ম্যাচ শেষে অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের যে কোনও একটি দলের সেমিফাইনালে খেলার আশা শেষ হয়ে যেতে পারে। হারলে কার্যত গ্রুপ-১ এর সেরা দুইয়ে থাকা প্রায় অসম্ভব। তবে জিতলে বেঁচে থাকবে সেমিফাইনালের আশা। শেষ চার বাজি রেখে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড।

দুই দলই সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচ শেষে ইংল্যান্ডের সমান তিনটি করে পয়েন্ট পেয়েছে। নিউ জিল্যান্ড ৫ পয়েন্ট নিয়ে এই গ্রুপে শীর্ষে। অস্ট্রেলিয়া বনাম আয়ারল্যান্ড ম্যাচের জয়ী দল নিশ্চিতভাবে সেমিফাইনালের পথে শক্ত অবস্থান নেবে। অন্যদিকে হেরে যাওয়া দলকে সেরা দুইয়ে থাকতে হলে গাণিতিক মিরাকলের প্রয়োজন হবে।

এই নিউজটি শেয়ার করুন

x

উদ্বোধনী জুটি ভাঙার পর আগ্রাসী অস্ট্রেলিয়া

প্রকাশের সময় : ০৮:৩৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২

ক্রীড়া ডেস্ক || উদ্বোধনী জুটি ভাঙার পর আগ্রাসী অস্ট্রেলিয়া।

অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের উদ্বোধনী জুটি বেশিক্ষণ টিকলো না। তৃতীয় ওভারের প্রথম বলেই শর্ট ফাইন লেগে মার্ক অ্যাডাইরের সহজ ক্যাচ হন ওয়ার্নার (৩)।

ব্যারি ম্যাকক্যার্থির বলে ৮ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর নতুন ব্যাটসম্যান মিচেল মার্শ নেমেই চার মারেন। অন্য প্রান্ত থেকে আগ্রাসী ফিঞ্চও, দুটি চার ও ছয় মেরেছেন তিনি। মার্শ মারেন দুই চার। তাতে পাওয়ার প্লের ছয় ওভার শেষে ১ উইকেটে ৩৮ রান অস্ট্রেলিয়ার।

গ্যাবায় সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার লড়াই

ব্রিসবেনের গ্যাবায় গুরুত্বপূর্ণ ম্যাচ শেষে অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের যে কোনও একটি দলের সেমিফাইনালে খেলার আশা শেষ হয়ে যেতে পারে। হারলে কার্যত গ্রুপ-১ এর সেরা দুইয়ে থাকা প্রায় অসম্ভব। তবে জিতলে বেঁচে থাকবে সেমিফাইনালের আশা। শেষ চার বাজি রেখে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড।

দুই দলই সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচ শেষে ইংল্যান্ডের সমান তিনটি করে পয়েন্ট পেয়েছে। নিউ জিল্যান্ড ৫ পয়েন্ট নিয়ে এই গ্রুপে শীর্ষে। অস্ট্রেলিয়া বনাম আয়ারল্যান্ড ম্যাচের জয়ী দল নিশ্চিতভাবে সেমিফাইনালের পথে শক্ত অবস্থান নেবে। অন্যদিকে হেরে যাওয়া দলকে সেরা দুইয়ে থাকতে হলে গাণিতিক মিরাকলের প্রয়োজন হবে।