ঢাকা , বুধবার, ২২ মে ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ঘাবড়ে গিয়ে কর্মচারীদের অবসরে পাঠাচ্ছে সরকার: মির্জা ফখরুল

রিপু
  • প্রকাশের সময় : ০৩:৩৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • / ১৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ঘাবড়ে গিয়ে কর্মচারীদের অবসরে পাঠাচ্ছে সরকার: মির্জা ফখরুল|

সরকার ঘাবড়ে গিয়েছে। ঘাবড়ে গিয়ে তারা প্রজাতন্ত্রের কর্মচারীদের অবসরে পাঠাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কিন্তু এভাবে শেষ রক্ষা হবে না।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। সারাদেশে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা, তাদের নামে মামলা, নির্যাতন, গ্রেফতার ও জামিন বাতিলের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তারা মানুষের টাকা নিয়ে বিদেশে পাচার করছে। আর প্রধানমন্ত্রী বলেছেন বিদ্যুৎ আছে, পাবেন। কিন্তু আমাদের তো চলে না। দিনে পাঁচ ছয়বার লোডশেডিং হয়। মানুষ অতিষ্ঠ। দেশের কলকারখানা বন্ধ হওয়ার উপক্রম। কলকারখানা বন্ধ হলে লাখ লাখ কর্মী বেকার হবেন।

দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন ঢাকা মহানগরীর থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। কয়েক হাজার নেতাকর্মী সমাবেশে জড়ো হওয়ায় ফকিরাপুল মোড় থেকে কাকরাইলের নাইটিংগেল মোড় পর্যন্ত সড়কের দক্ষিণ দিকে যানবাহন চলাচল বন্ধ ছিল। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় এই এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তৃতা চলাকালে সমাবেশে আগত নেতা কর্মীদের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। দলের মহাসচিব ও সিনিয়র নেতা আমান উল্লাহ আমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে দলটির মহাসচিব অভিযোগ করেন, খুলনায় বিএনপির সমাবেশ যাতে সফল না হয় সেজন্য সরকার বাস মালিকদের দিয়ে গণপরিবহন বন্ধ করিয়েছে।

ওই অনুষ্ঠানে বিএনপির চলমান আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় ‘গুলিতে’ নিহতদের স্মরণে ‘মৃত্যুকূপে ধাবমান বাংলাদেশ’ শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন করেন মির্জা ফখরুল। এটি প্রকাশ করেছে বিএনপি সমর্থিত পেশাজীবীদের সংগঠন জিয়া পরিষদ।

অনুষ্ঠানে সাম্প্রতিক আন্দোলনে নিহত ভোলার আব্দুর রহিম, নুরে আলম, নারায়নগঞ্জের রাজা আহমেদ শাওন, মুন্সিগঞ্জের শহিদুল ইসলাম শাওনের পরিবারের হাতে জিয়া পরিষদের আর্থিক সহযোগিতা তুলে দেন ফখরুল।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

x

ঘাবড়ে গিয়ে কর্মচারীদের অবসরে পাঠাচ্ছে সরকার: মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০৩:৩৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ঘাবড়ে গিয়ে কর্মচারীদের অবসরে পাঠাচ্ছে সরকার: মির্জা ফখরুল|

সরকার ঘাবড়ে গিয়েছে। ঘাবড়ে গিয়ে তারা প্রজাতন্ত্রের কর্মচারীদের অবসরে পাঠাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কিন্তু এভাবে শেষ রক্ষা হবে না।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। সারাদেশে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা, তাদের নামে মামলা, নির্যাতন, গ্রেফতার ও জামিন বাতিলের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তারা মানুষের টাকা নিয়ে বিদেশে পাচার করছে। আর প্রধানমন্ত্রী বলেছেন বিদ্যুৎ আছে, পাবেন। কিন্তু আমাদের তো চলে না। দিনে পাঁচ ছয়বার লোডশেডিং হয়। মানুষ অতিষ্ঠ। দেশের কলকারখানা বন্ধ হওয়ার উপক্রম। কলকারখানা বন্ধ হলে লাখ লাখ কর্মী বেকার হবেন।

দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন ঢাকা মহানগরীর থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। কয়েক হাজার নেতাকর্মী সমাবেশে জড়ো হওয়ায় ফকিরাপুল মোড় থেকে কাকরাইলের নাইটিংগেল মোড় পর্যন্ত সড়কের দক্ষিণ দিকে যানবাহন চলাচল বন্ধ ছিল। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় এই এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তৃতা চলাকালে সমাবেশে আগত নেতা কর্মীদের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। দলের মহাসচিব ও সিনিয়র নেতা আমান উল্লাহ আমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে দলটির মহাসচিব অভিযোগ করেন, খুলনায় বিএনপির সমাবেশ যাতে সফল না হয় সেজন্য সরকার বাস মালিকদের দিয়ে গণপরিবহন বন্ধ করিয়েছে।

ওই অনুষ্ঠানে বিএনপির চলমান আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় ‘গুলিতে’ নিহতদের স্মরণে ‘মৃত্যুকূপে ধাবমান বাংলাদেশ’ শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন করেন মির্জা ফখরুল। এটি প্রকাশ করেছে বিএনপি সমর্থিত পেশাজীবীদের সংগঠন জিয়া পরিষদ।

অনুষ্ঠানে সাম্প্রতিক আন্দোলনে নিহত ভোলার আব্দুর রহিম, নুরে আলম, নারায়নগঞ্জের রাজা আহমেদ শাওন, মুন্সিগঞ্জের শহিদুল ইসলাম শাওনের পরিবারের হাতে জিয়া পরিষদের আর্থিক সহযোগিতা তুলে দেন ফখরুল।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট