ঢাকা , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেট বিভাগের শ্রেষ্ঠ এস আই সুব্রত দাস ভারতের লোকসভার বিরোধী দলের নেতা অধীর চৌধুরী বহরমপুর কেন্দ্রের মনোনয়ন দাখিল তাপপ্রবাহে বেশি ঝুঁকিতে শিশুরা : ইউনিসেফ নরসিংদীতে বৃষ্টির জন্য নামাজ ও দুহাত তুলে ফরিয়াদ জানিয়েছে হাজারো মুসল্লি শায়েস্তাগঞ্জে ১৫শ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত নওগাঁয় ভাইয়ের বিরুদ্ধে ৫ বোনের সংবাদ সম্মেলন আলফাডাঙ্গায় অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করায় ট্রলি ব্যবসায়ীকে জরিমানা নবীগঞ্জে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন ইউটিউব দেখে এটিএম বুথ লুটের পরিকল্পনা ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির যুবকের

দলিত অসহায় সম্প্রদায় পরিবারের বাড়িতে আগুন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৭:২২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
  • / ৯৫ বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাধীন ধলাই নদীর তীরে অবস্থিত দলিত সম্প্রদায়ের অসহায় জগন্নাথ রবিদাসের ঘরবাড়িতে ঘুমন্ত থাকা অবস্থায় আগুন দিয়েছে এলাকার দুস্কৃতিকারীরা। ভোররাতে লাগানো আগুনে ছাই হয়ে গেছে অসহায় জগন্নাথের বাড়িঘর।
গতকাল মঙ্গলবার (২৩ মে) ভোররাতের দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, মঙ্গলবার ভোররাতের দিকে ঘুমে থাকা অবস্থায় অসহায় জগন্নাথ রবিদাসের বাড়িতে কেউ বা কারা আগুন লাগিয়ে দেয়। পরে লোকজনের চিৎকার-চেঁচামেচিতে দুস্কৃতিকারীরা পালিয়ে যায়। চিৎকার শুনে এগিয়ে এসে স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও এতে ঘরের মালামাল প্রায় সব পুড়ে গেছে। এতে করে ৫০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবী করেন জগন্নাথ রবিদাসের পরিবারের।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দলিত সম্প্রদায়ের জগন্নাথ রবিদাসের ছেলে সুনীল রবিদাস চৈতন্যগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়েরে দপ্তরীর কাজ করেন। তিনি জানান, মঙ্গলবার ভোররাতে আমরা যখন ঘুমে ছিলাম কে বা কারা তখন আমাদের ঘরে আগুন লাগিয়ে দেয়। আগুনের তাপে দ্রুত আমরা ঘুম থেকে উঠে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনি। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে।
খবর পেয়ে মঙ্গলবার সকালের দিকে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে দায়ী ব্যক্তিদের খোঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত রবিদাস পরিবারকে দেখতে যান এবং কিছু আর্থিক সহায়তা প্রদান করি। এ সময় প্যানেল চেয়ারম্যান শফিকুর রহমান উপস্থিত ছিলেন। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

x

দলিত অসহায় সম্প্রদায় পরিবারের বাড়িতে আগুন

প্রকাশের সময় : ০৭:২২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাধীন ধলাই নদীর তীরে অবস্থিত দলিত সম্প্রদায়ের অসহায় জগন্নাথ রবিদাসের ঘরবাড়িতে ঘুমন্ত থাকা অবস্থায় আগুন দিয়েছে এলাকার দুস্কৃতিকারীরা। ভোররাতে লাগানো আগুনে ছাই হয়ে গেছে অসহায় জগন্নাথের বাড়িঘর।
গতকাল মঙ্গলবার (২৩ মে) ভোররাতের দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, মঙ্গলবার ভোররাতের দিকে ঘুমে থাকা অবস্থায় অসহায় জগন্নাথ রবিদাসের বাড়িতে কেউ বা কারা আগুন লাগিয়ে দেয়। পরে লোকজনের চিৎকার-চেঁচামেচিতে দুস্কৃতিকারীরা পালিয়ে যায়। চিৎকার শুনে এগিয়ে এসে স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও এতে ঘরের মালামাল প্রায় সব পুড়ে গেছে। এতে করে ৫০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবী করেন জগন্নাথ রবিদাসের পরিবারের।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দলিত সম্প্রদায়ের জগন্নাথ রবিদাসের ছেলে সুনীল রবিদাস চৈতন্যগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়েরে দপ্তরীর কাজ করেন। তিনি জানান, মঙ্গলবার ভোররাতে আমরা যখন ঘুমে ছিলাম কে বা কারা তখন আমাদের ঘরে আগুন লাগিয়ে দেয়। আগুনের তাপে দ্রুত আমরা ঘুম থেকে উঠে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনি। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে।
খবর পেয়ে মঙ্গলবার সকালের দিকে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে দায়ী ব্যক্তিদের খোঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত রবিদাস পরিবারকে দেখতে যান এবং কিছু আর্থিক সহায়তা প্রদান করি। এ সময় প্যানেল চেয়ারম্যান শফিকুর রহমান উপস্থিত ছিলেন। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।