ঢাকা , মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

“বিএনপিকে রাজনৈতিকভাবে প্রতিহত করার ঘোষণা”

রিপু
  • প্রকাশের সময় : ০৬:৫১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • / ১৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিএনপিকে রাজনৈতিকভাবে প্রতিহত করার ঘোষণা|

বিএনপি’র দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং মিথ্যাচারের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ সমাবেশ-মিছিল করেছে নগর ও জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

সমাবেশ থেকে বিএনপিকে প্রতিহত করার ডাক দিয়েছেন সংগঠনের নেতারা। পাশাপাশি সারা দেশে রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপি মিথ্যাচার করছে বলেও অভিযোগ করা হয়। বিএনপিকে সতর্ক করে নেতারা বলেন, কোনো ষড়যন্ত্রে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না।

শুক্রবার বিকালে নগরীর শিববাড়ী মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ। এ সময় নগর স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেল সমাবেশটি পরিচালনা করেন।

বক্তৃতা করেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, খুলনা-৬ আসনের সংসদ-সদস্য আক্তারুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগ নেতা বিএমএ সালাম, জামাল উদ্দিন বাচ্চু, জেলা আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান জামাল, নগর আওয়ামী লীগ নেতা আলী আকবর টিপু, ফারুক হাসান হিটলু, জাহাঙ্গীর হোসেন খান।

বক্তব্য রাখেন- হাফেজ মো. শামিম, অসিত বরন বিশ্বাস, তসলিম আহমেদ আশা, খারুল ইসলাম, আজগর বিশ্বাস তারা, অমিয় অধিকারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো. আবু হানিফ, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমএ নাসিম, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এমএম আজিজুর রহমান রাসেল, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি দেব দুলাল বাড়ই বাপ্পি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগর, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।

মিছিলটি নগরীর শিববাড়ী মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শঙ্খ মার্কেটের দলীয় কার্যালয়ে এস শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বিএনপিকে রাজনীতির মাঠে রাজনৈতিক ভাবে প্রতিহত করার ডাক দেন নেতারা।

বিএনপি’র বিভাগীয় গণসমাবেশের বিষয়ে নগর ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি সোহেল বিশ্বাস যুগান্তরকে জানান, ছাত্রলীগের কোনো নেতাকর্মী দেশীয় অস্ত্র বা হকিস্টিক নিয়ে মহড়া দেয়নি। যদি কেউ দিয়ে থাকে সেটা তারা অতি উৎসাহী বলেই করেছে। দল থেকে সমাবেশকে বাধাগ্রস্ত করার কোনো নির্দেশনা নেই।

নগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ যুগান্তরকে বলেন, প্রধানমন্ত্রী বা শেখ পরিবারকে নিয়ে কেউ কটূক্তি করলে আমরা কাউকেই নিয়ন্ত্রণে রাখতে পারব না। বিএনপিসহ তাদের অঙ্গ-সংগঠনগুলো একটা সন্ত্রাসী দল। যা ইতঃপূর্বে দেশবাসী দেখেছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ যুগান্তরকে জানান, সমাবেশে আমরা বাধা দেব না। আমরা যদি চাইতাম তারা দেশেই থাকতে পারত না। বিএনপি যে অভিযোগ আমাদের বিরুদ্ধে করেছে সেটা সম্পূর্ণ মিথ্যা। আওয়ামী লীগ কখনই কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে ছিল না, থাকবেও না।

এদিকে সমাবেশ ও মিছিল করার সময় বিএনপির বিভাগীয় গণসমাবেশ উপলক্ষ্যে সাঁটানো প্যানা, ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ মিলেছে। তাছাড়া বাস ও লঞ্চ ধর্মঘট থাকায় খুলনার বাইরে থেকে বিএনপির যেসব নেতা ট্রেনে খুলনায় এসেছেন তাদের রেলস্টেশন এলাকা থেকেই আটক করা হয়েছে বলে বিএনপি অভিযোগ করেছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

x

“বিএনপিকে রাজনৈতিকভাবে প্রতিহত করার ঘোষণা”

প্রকাশের সময় : ০৬:৫১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিএনপিকে রাজনৈতিকভাবে প্রতিহত করার ঘোষণা|

বিএনপি’র দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং মিথ্যাচারের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ সমাবেশ-মিছিল করেছে নগর ও জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

সমাবেশ থেকে বিএনপিকে প্রতিহত করার ডাক দিয়েছেন সংগঠনের নেতারা। পাশাপাশি সারা দেশে রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপি মিথ্যাচার করছে বলেও অভিযোগ করা হয়। বিএনপিকে সতর্ক করে নেতারা বলেন, কোনো ষড়যন্ত্রে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না।

শুক্রবার বিকালে নগরীর শিববাড়ী মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ। এ সময় নগর স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেল সমাবেশটি পরিচালনা করেন।

বক্তৃতা করেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, খুলনা-৬ আসনের সংসদ-সদস্য আক্তারুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগ নেতা বিএমএ সালাম, জামাল উদ্দিন বাচ্চু, জেলা আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান জামাল, নগর আওয়ামী লীগ নেতা আলী আকবর টিপু, ফারুক হাসান হিটলু, জাহাঙ্গীর হোসেন খান।

বক্তব্য রাখেন- হাফেজ মো. শামিম, অসিত বরন বিশ্বাস, তসলিম আহমেদ আশা, খারুল ইসলাম, আজগর বিশ্বাস তারা, অমিয় অধিকারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো. আবু হানিফ, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমএ নাসিম, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এমএম আজিজুর রহমান রাসেল, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি দেব দুলাল বাড়ই বাপ্পি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগর, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।

মিছিলটি নগরীর শিববাড়ী মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শঙ্খ মার্কেটের দলীয় কার্যালয়ে এস শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বিএনপিকে রাজনীতির মাঠে রাজনৈতিক ভাবে প্রতিহত করার ডাক দেন নেতারা।

বিএনপি’র বিভাগীয় গণসমাবেশের বিষয়ে নগর ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি সোহেল বিশ্বাস যুগান্তরকে জানান, ছাত্রলীগের কোনো নেতাকর্মী দেশীয় অস্ত্র বা হকিস্টিক নিয়ে মহড়া দেয়নি। যদি কেউ দিয়ে থাকে সেটা তারা অতি উৎসাহী বলেই করেছে। দল থেকে সমাবেশকে বাধাগ্রস্ত করার কোনো নির্দেশনা নেই।

নগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ যুগান্তরকে বলেন, প্রধানমন্ত্রী বা শেখ পরিবারকে নিয়ে কেউ কটূক্তি করলে আমরা কাউকেই নিয়ন্ত্রণে রাখতে পারব না। বিএনপিসহ তাদের অঙ্গ-সংগঠনগুলো একটা সন্ত্রাসী দল। যা ইতঃপূর্বে দেশবাসী দেখেছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ যুগান্তরকে জানান, সমাবেশে আমরা বাধা দেব না। আমরা যদি চাইতাম তারা দেশেই থাকতে পারত না। বিএনপি যে অভিযোগ আমাদের বিরুদ্ধে করেছে সেটা সম্পূর্ণ মিথ্যা। আওয়ামী লীগ কখনই কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে ছিল না, থাকবেও না।

এদিকে সমাবেশ ও মিছিল করার সময় বিএনপির বিভাগীয় গণসমাবেশ উপলক্ষ্যে সাঁটানো প্যানা, ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ মিলেছে। তাছাড়া বাস ও লঞ্চ ধর্মঘট থাকায় খুলনার বাইরে থেকে বিএনপির যেসব নেতা ট্রেনে খুলনায় এসেছেন তাদের রেলস্টেশন এলাকা থেকেই আটক করা হয়েছে বলে বিএনপি অভিযোগ করেছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট