মৌলভীবাজারের চারটি আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাথে বৈঠক; মহাসচিব
- প্রকাশের সময় : ১০:৪৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের চারটি আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাথে বৈঠক; মহাসচিব
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী বাছাই ও খসড়া তালিকা প্রস্তুতির কাজ শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর অংশ হিসেবে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে রবিবার (১৯শে অক্টোবর) বিকাল ৩টায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে বসেন। সভাটি অনুষ্ঠিত হয় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের মনোনয়নপ্রত্যাশী এবং জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক পাঁচবারের মেয়র মো. মহসিন মিয়া মধু এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমার রাজনীতির অভিজ্ঞতা ৫০ বছরের। ২০০১ সালে ধানের শীষের প্রার্থী ছিলাম ও টানা পাঁচবার পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। প্রয়াত অর্থমন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের হাত ধরে বিএনপিতে যোগদানের পর ২০০৭ সাল থেকে রাজনৈতিক হয়রানির কারণে বহুবার কারাগারে থেকেছি। গত ৫ই আগস্টের পর থেকেই স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মাঠে থেকে জনগণের পাশে দাঁড়িয়েছি। বন্যা সহ যেকোন প্রাকৃতিক দুর্যোগ বা ধর্মীয় উৎসবে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। স্থানীয় জনসাধারণ আমাকে চাচ্ছে; তাই দল আমাকে মূল্যায়ন করবে বলে আমি বিশ্বাস করি।
মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন জানান, জেলার সব সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশীদের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে এবং মহাসচিবের সঙ্গে বিকালের এই বৈঠকে মনোনয়ন প্রত্যাশীরা উপস্থিত থাকবে।
দলীয় সূত্রে জানানো হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার জেলার চারটি আসনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা সম্ভাব্য প্রার্থী হিসেবে ইতোমধ্যে সক্রিয় হয়েছেন। আজকের বৈঠকে জেলার চার আসনের সম্ভাব্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) গ্রহণ, সাংগঠনিক কার্যক্রমের মূল্যায়ন, স্থানীয় জনসম্পৃক্ততা এবং তৃণমূলের ভোটারদের সঙ্গে প্রার্থীর সম্পর্কসহ অন্যান্য বিষয়গুলো বিস্তারিত ভাবে পর্যালোচনা করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।





















