ঢাকা , বুধবার, ২২ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

“শান্তর ফিফটিতে এগোচ্ছে বাংলাদেশ”

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৪:২১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • / ১৯৫ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক।। “শান্তর ফিফটিতে এগোচ্ছে বাংলাদেশ”।

টি-২০ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-তে দুই উইকেট হারিয়েছে টাইগাররা। তবে এরপর শান্তর ফিফটিতে ব্যাটে এগোচ্ছে লাল-সবুজের দল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভারে তিন উইকেটে ৯৫ রান।

অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এ ম্যাচে এক পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে টাইগাররা। মেহেদী হাসান মিরাজের জায়গায় সুযোগ পেয়েছেন ইয়াসির আলী রাব্বি।

দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম সাফল্য পায় জিম্বাবুয়ে। রানের খাতা খোলার আগেই ব্লেসিং মুজারাবানির বলে উইকেটকিপার রেগিস চাকাভার তালুবন্দী হন সৌম্য।

শুরুতেই উইকেট হারানোর পর দেখেশুনে খেলতে থাকেন লিটন দাস ও শান্ত। ধীরেসুস্থে ইনিংস এগিয়ে নিচ্ছিলেন দুজন। তবে ষষ্ঠ ওভারে মুজারাবানিকে স্কুপ করতে গিয়ে চাতারার হাতে ধরা পড়েন তিনি। এর আগে করেন ১৪ রান।

চার নম্বরে নেমে শুরু থেকেই মেরে খেলার চেষ্টা করতে থাকেন সাকিব আল হাসান। অন্যপ্রান্তে ধীরগতির ইনিংস খেলতে থাকেন শান্ত। অনেকটা চাপের মুখে মারতে গিয়ে শন উইলিয়ামসের বলে মুজারাবানির তালুবন্দী হন সাকিব। এর আগে খেলেন ২৩ রানের ইনিংস।

এরই মধ্যে অর্ধশতকের দেখা পেয়েছেন শান্ত। তিনি ও আফিফ হোসেন অপরাজিত আছেন যথাক্রমে ৫০ ও ৭ রানে।

এই নিউজটি শেয়ার করুন

x

“শান্তর ফিফটিতে এগোচ্ছে বাংলাদেশ”

প্রকাশের সময় : ০৪:২১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২

ক্রীড়া প্রতিবেদক।। “শান্তর ফিফটিতে এগোচ্ছে বাংলাদেশ”।

টি-২০ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-তে দুই উইকেট হারিয়েছে টাইগাররা। তবে এরপর শান্তর ফিফটিতে ব্যাটে এগোচ্ছে লাল-সবুজের দল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভারে তিন উইকেটে ৯৫ রান।

অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এ ম্যাচে এক পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে টাইগাররা। মেহেদী হাসান মিরাজের জায়গায় সুযোগ পেয়েছেন ইয়াসির আলী রাব্বি।

দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম সাফল্য পায় জিম্বাবুয়ে। রানের খাতা খোলার আগেই ব্লেসিং মুজারাবানির বলে উইকেটকিপার রেগিস চাকাভার তালুবন্দী হন সৌম্য।

শুরুতেই উইকেট হারানোর পর দেখেশুনে খেলতে থাকেন লিটন দাস ও শান্ত। ধীরেসুস্থে ইনিংস এগিয়ে নিচ্ছিলেন দুজন। তবে ষষ্ঠ ওভারে মুজারাবানিকে স্কুপ করতে গিয়ে চাতারার হাতে ধরা পড়েন তিনি। এর আগে করেন ১৪ রান।

চার নম্বরে নেমে শুরু থেকেই মেরে খেলার চেষ্টা করতে থাকেন সাকিব আল হাসান। অন্যপ্রান্তে ধীরগতির ইনিংস খেলতে থাকেন শান্ত। অনেকটা চাপের মুখে মারতে গিয়ে শন উইলিয়ামসের বলে মুজারাবানির তালুবন্দী হন সাকিব। এর আগে খেলেন ২৩ রানের ইনিংস।

এরই মধ্যে অর্ধশতকের দেখা পেয়েছেন শান্ত। তিনি ও আফিফ হোসেন অপরাজিত আছেন যথাক্রমে ৫০ ও ৭ রানে।