ঢাকা , শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় ভেঙে পড়লো ছাত্রলীগের মঞ্চ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১২:১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩
  • / ১৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় ভেঙে পড়লো ছাত্রলীগের মঞ্চ।

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপল‌ক্ষে ছাত্রলীগের শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্য নেতাকর্মীরা।

শুক্রবার বিকাল ৪টা ১০ মিনিটের দিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য চলাকালে এ ঘটনা ঘটে। এতে এসএ টেলিভিশনের রিপোর্টার এসকে সৌরভসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীদের মিলনমেলা করছে সংগঠনটি। মঞ্চে অতিরিক্ত মানুষ ওঠার কারণে মঞ্চ ভেঙে পড়েছে বলে দাবি করেছেন কেউ কেউ।

এর আগে বিকাল ৩টায় অপরাজেয় বাংলার পাদদেশে র‌্যালিপূর্ব অনুষ্ঠান শুরু হয়। গত ৪ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে ছাত্রলীগ। তবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে অংশ নিতে অপরাজেয় বাংলার হাজির হন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শাখার ছাত্রলীগ নেতাকর্মীরা। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারাও অংশ নেন।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতে, ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

x

ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় ভেঙে পড়লো ছাত্রলীগের মঞ্চ

প্রকাশের সময় : ১২:১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় ভেঙে পড়লো ছাত্রলীগের মঞ্চ।

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপল‌ক্ষে ছাত্রলীগের শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্য নেতাকর্মীরা।

শুক্রবার বিকাল ৪টা ১০ মিনিটের দিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য চলাকালে এ ঘটনা ঘটে। এতে এসএ টেলিভিশনের রিপোর্টার এসকে সৌরভসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীদের মিলনমেলা করছে সংগঠনটি। মঞ্চে অতিরিক্ত মানুষ ওঠার কারণে মঞ্চ ভেঙে পড়েছে বলে দাবি করেছেন কেউ কেউ।

এর আগে বিকাল ৩টায় অপরাজেয় বাংলার পাদদেশে র‌্যালিপূর্ব অনুষ্ঠান শুরু হয়। গত ৪ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে ছাত্রলীগ। তবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে অংশ নিতে অপরাজেয় বাংলার হাজির হন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শাখার ছাত্রলীগ নেতাকর্মীরা। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারাও অংশ নেন।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতে, ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট