ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

নবীনগরে প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন ও অভিভাবক সমাবেশ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০১:৪৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
  • / ১০৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন ও মিড ডে মিল চালু উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব প্রদানের জন্য অভিভাবকদের ও অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

শিক্ষার্থীরা স্কুল ফাঁকি দিচ্ছে কিনা সে দিকে লক্ষ রাখতে হবে। স্কুলে পড়ালেখার পাশাপাশি বাড়িতে পড়ালেখা করছে কিনা সে দিকে নজর দিতে হবে।

শিক্ষার্থীদের পড়ালেখায় ফাঁকি দেওয়ার অন্যতম কারন হচ্ছে ফেইসবুক, ইন্টারনেট, ইউটিউব, ইত্যাদি। তারা এ দিকে আকৃষ্ট হয়ে পড়ালেখায় অমনুযোগী হয়ে পড়ছে কিনা স্কুলের নাম করে শিক্ষার্থীরা বাড়ি থেকে বের হয়ে এসে ক্লাস ফাঁকি দিচ্ছে, সময়মত বাড়ি ফিরছে কিনা, সেদিকে খোঁজ খবর রাখতে হবে। এছাড়া কিছুদিন পরপর শিক্ষার্থীর বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে অভিভাবকদের খোঁজ-খবর নেওয়ার জন্যও আহবান জানান তিনি।

অত্র বিদ্যালয়ের সভাপতি দুলাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বুলবুল, স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা শিউলী কর, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ, ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সভাপতি হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন সহ ছাত্রছাত্রী ও তাদের অভিভাকরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে ফুল বাগান উদ্ধোধন করা হয়।

এই নিউজটি শেয়ার করুন

x

নবীনগরে প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন ও অভিভাবক সমাবেশ

প্রকাশের সময় : ০১:৪৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন ও মিড ডে মিল চালু উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব প্রদানের জন্য অভিভাবকদের ও অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

শিক্ষার্থীরা স্কুল ফাঁকি দিচ্ছে কিনা সে দিকে লক্ষ রাখতে হবে। স্কুলে পড়ালেখার পাশাপাশি বাড়িতে পড়ালেখা করছে কিনা সে দিকে নজর দিতে হবে।

শিক্ষার্থীদের পড়ালেখায় ফাঁকি দেওয়ার অন্যতম কারন হচ্ছে ফেইসবুক, ইন্টারনেট, ইউটিউব, ইত্যাদি। তারা এ দিকে আকৃষ্ট হয়ে পড়ালেখায় অমনুযোগী হয়ে পড়ছে কিনা স্কুলের নাম করে শিক্ষার্থীরা বাড়ি থেকে বের হয়ে এসে ক্লাস ফাঁকি দিচ্ছে, সময়মত বাড়ি ফিরছে কিনা, সেদিকে খোঁজ খবর রাখতে হবে। এছাড়া কিছুদিন পরপর শিক্ষার্থীর বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে অভিভাবকদের খোঁজ-খবর নেওয়ার জন্যও আহবান জানান তিনি।

অত্র বিদ্যালয়ের সভাপতি দুলাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বুলবুল, স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা শিউলী কর, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ, ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সভাপতি হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন সহ ছাত্রছাত্রী ও তাদের অভিভাকরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে ফুল বাগান উদ্ধোধন করা হয়।