ঢাকা , বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

“কোহলির পেছনে পড়ে গেলেন ‘ইউনিভার্স বস”

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৯:৪৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • / ১৭৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক।। কোহলির পেছনে পড়ে গেলেন ‘ইউনিভার্স বস।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ফর্মে আছেন বিরাট কোহলি। ভারতের ডানহাতি ব্যাটসম্যান নেদারল্যান্ডসের বিপক্ষে টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি করলেন। বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৪৪ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি, পেছনে ফেলেছেন ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইলকে।

পাকিস্তানের বিপক্ষে মেলবোর্নে ৫৩ বলে ৮২ রান করে ভারতকে জেতানো কোহলির দুই ম্যাচ মিলিয়ে রান ১৪৪। পঞ্চম বিশ্বকাপ খেলতে নেমে এখন পর্যন্ত তার মোট সংগ্রহ ২৩ ম্যাচে ৯৮৯ রান। তাতেই ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান গেইলকে (৯৬৫) পেছনে ফেললেন তিনি।

আর ১১ রান করলে মাহেলা জয়াবর্ধনের (১০১৬) পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক হাজার রানের ক্লাবে যোগ দেবেন কোহলি। আর ২৮ রান করলে ছাড়িয়ে যাবেন লঙ্কান ব্যাটিং গ্রেটকে।

বিশ্বকাপে কোহলির এটি ছিল ১২তম হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ রান ৮৯ এবং ব্যাটিং গড় ৮৯.৯০ ও স্ট্রাইকার রেট ১৩২.০৪।

এই ম্যাচে টস করতে নেমে রোহিত শর্মা যৌথভাবে সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। ৩৫তম ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি, বসেছেন শ্রীলঙ্কার সাবেক ওপেনার তিলকারত্নে দিলশানের পাশে।

এই নিউজটি শেয়ার করুন

x

“কোহলির পেছনে পড়ে গেলেন ‘ইউনিভার্স বস”

প্রকাশের সময় : ০৯:৪৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২

ক্রীড়া ডেস্ক।। কোহলির পেছনে পড়ে গেলেন ‘ইউনিভার্স বস।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ফর্মে আছেন বিরাট কোহলি। ভারতের ডানহাতি ব্যাটসম্যান নেদারল্যান্ডসের বিপক্ষে টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি করলেন। বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৪৪ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি, পেছনে ফেলেছেন ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইলকে।

পাকিস্তানের বিপক্ষে মেলবোর্নে ৫৩ বলে ৮২ রান করে ভারতকে জেতানো কোহলির দুই ম্যাচ মিলিয়ে রান ১৪৪। পঞ্চম বিশ্বকাপ খেলতে নেমে এখন পর্যন্ত তার মোট সংগ্রহ ২৩ ম্যাচে ৯৮৯ রান। তাতেই ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান গেইলকে (৯৬৫) পেছনে ফেললেন তিনি।

আর ১১ রান করলে মাহেলা জয়াবর্ধনের (১০১৬) পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক হাজার রানের ক্লাবে যোগ দেবেন কোহলি। আর ২৮ রান করলে ছাড়িয়ে যাবেন লঙ্কান ব্যাটিং গ্রেটকে।

বিশ্বকাপে কোহলির এটি ছিল ১২তম হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ রান ৮৯ এবং ব্যাটিং গড় ৮৯.৯০ ও স্ট্রাইকার রেট ১৩২.০৪।

এই ম্যাচে টস করতে নেমে রোহিত শর্মা যৌথভাবে সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। ৩৫তম ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি, বসেছেন শ্রীলঙ্কার সাবেক ওপেনার তিলকারত্নে দিলশানের পাশে।