ঢাকা , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ঐতিহাসিক মুজিবনগর দিবসে মৌলভীবাজারে আলোচনাসভা অনুষ্ঠিত দেশের নির্বাচন নির্বাসনে চলে গেছে; নাসের রহমান বাংলাদেশ উদাচী শিল্পীগোষ্ঠী বেলাব থানা শাখার আয়োজনে বাংলা নববর্ষ পালিত ওয়েবসাইট তৈরিতে ৫০ শতাংশ ছাড় দিচ্ছে খন্দকার আইটি বেড়াতে এসে প্রবাসে ফেরা হলো না ফাহমিদার পর্যটন নগরী শ্রীমঙ্গলে ঈদের নামাজ অনুষ্ঠিত বাসকপ নবীনগর শাখার উদ্যোগে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরদীতে মৃত ব্যক্তিদের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়াত সাংবাদিকদের স্বরণে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাল্টপ্রাইজ বোস্টন সামিটে যাবে নজরুল বিশ্ববিদ্যালয়

“ছাত্রীর মামলায় কারাগারে প্রধান শিক্ষক”

রিপু
  • প্রকাশের সময় : ০৬:০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
  • / ১৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ছাত্রীর মামলায় কারাগারে প্রধান শিক্ষক|

ফরিদপুরের ভাঙ্গায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির মামলায় শরীফাবাদ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই প্রধান শিক্ষকের নামে ভাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার এসআই মো. সিরাজ হোসেন জানান, ওই ছাত্রীর মা বাদী হয়ে প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে ওই ছাত্রী নিজেই ভাঙ্গা থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ দায়েরের পর বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়। দুপুরে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুলের সামনে সড়ক অবরোধ করে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে। এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে একটি প্রভাবশালী মহল।

শিক্ষার্থীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর সকালে শরীফাবাদ স্কুলে পরীক্ষা দিচ্ছিল ওই ছাত্রী। পরীক্ষায় নকল করার অপরাধে তার পরীক্ষার খাতা নিয়ে যান স্বরবাণী সাহা নামে একজন শিক্ষিকা। এ সময় প্রায় এক ঘণ্টা ওই ছাত্রীর খাতা আটকে রাখা হয়। সে কান্নাকাটি করলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে গিয়ে তার অনুমতি আনার কথা বলেন ওই শিক্ষিকা।

পরে ওই ছাত্রী প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেনের কাছে গিয়ে তার পরীক্ষার খাতা চাইলে সাখাওয়াত তার রুমে যেতে বলেন। পরে রুমের মধ্যে প্রবেশ করতেই প্রধান শিক্ষক জোর করে জড়িয়ে ধরে স্পর্শকাতর স্থানে হাত দেন ওই ছাত্রীর। একপর্যায়ে সে (ছাত্রী) চিৎকার দিলে তার মুখ চেপে ধরেন প্রধান শিক্ষক সাখাওয়াত এবং ঘটনাটি কাউকে না জানানোর জন্য তাকে হুমকি দেওয়া হয়। পরে ওই ছাত্রী পরীক্ষা না দিয়েই বাড়িতে গিয়ে তার পরিবারকে ঘটনাটি জানায়।

ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম জানান, ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেনকে বৃহস্পতিবার বিকালে থানা হেফাজতে আনা হয়। রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

x

“ছাত্রীর মামলায় কারাগারে প্রধান শিক্ষক”

প্রকাশের সময় : ০৬:০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ছাত্রীর মামলায় কারাগারে প্রধান শিক্ষক|

ফরিদপুরের ভাঙ্গায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির মামলায় শরীফাবাদ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই প্রধান শিক্ষকের নামে ভাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার এসআই মো. সিরাজ হোসেন জানান, ওই ছাত্রীর মা বাদী হয়ে প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে ওই ছাত্রী নিজেই ভাঙ্গা থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ দায়েরের পর বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়। দুপুরে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুলের সামনে সড়ক অবরোধ করে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে। এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে একটি প্রভাবশালী মহল।

শিক্ষার্থীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর সকালে শরীফাবাদ স্কুলে পরীক্ষা দিচ্ছিল ওই ছাত্রী। পরীক্ষায় নকল করার অপরাধে তার পরীক্ষার খাতা নিয়ে যান স্বরবাণী সাহা নামে একজন শিক্ষিকা। এ সময় প্রায় এক ঘণ্টা ওই ছাত্রীর খাতা আটকে রাখা হয়। সে কান্নাকাটি করলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে গিয়ে তার অনুমতি আনার কথা বলেন ওই শিক্ষিকা।

পরে ওই ছাত্রী প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেনের কাছে গিয়ে তার পরীক্ষার খাতা চাইলে সাখাওয়াত তার রুমে যেতে বলেন। পরে রুমের মধ্যে প্রবেশ করতেই প্রধান শিক্ষক জোর করে জড়িয়ে ধরে স্পর্শকাতর স্থানে হাত দেন ওই ছাত্রীর। একপর্যায়ে সে (ছাত্রী) চিৎকার দিলে তার মুখ চেপে ধরেন প্রধান শিক্ষক সাখাওয়াত এবং ঘটনাটি কাউকে না জানানোর জন্য তাকে হুমকি দেওয়া হয়। পরে ওই ছাত্রী পরীক্ষা না দিয়েই বাড়িতে গিয়ে তার পরিবারকে ঘটনাটি জানায়।

ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম জানান, ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেনকে বৃহস্পতিবার বিকালে থানা হেফাজতে আনা হয়। রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট