ঢাকা , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেট বিভাগের শ্রেষ্ঠ এস আই সুব্রত দাস ভারতের লোকসভার বিরোধী দলের নেতা অধীর চৌধুরী বহরমপুর কেন্দ্রের মনোনয়ন দাখিল তাপপ্রবাহে বেশি ঝুঁকিতে শিশুরা : ইউনিসেফ নরসিংদীতে বৃষ্টির জন্য নামাজ ও দুহাত তুলে ফরিয়াদ জানিয়েছে হাজারো মুসল্লি শায়েস্তাগঞ্জে ১৫শ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত নওগাঁয় ভাইয়ের বিরুদ্ধে ৫ বোনের সংবাদ সম্মেলন আলফাডাঙ্গায় অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করায় ট্রলি ব্যবসায়ীকে জরিমানা নবীগঞ্জে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন ইউটিউব দেখে এটিএম বুথ লুটের পরিকল্পনা ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির যুবকের

ধুনটে তিনজন ছিনতাইকারী গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:২৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
  • / ১৩৮ বার পড়া হয়েছে

ছবি: প্রতিদিনের পোস্ট

ধুনট (বগুড়া) প্রতিনিধি, প্রতিদিনের পোস্ট || ধুনটে তিনজন ছিনতাইকারী গ্রেফতার।

বগুড়ার ধুনটে বিকাশ এজেন্টের টাকা ও মোবাইল ফোন ছিনতাইকালে ভিকটিমের আত্মচিৎকারে স্থানীয় জনগণ তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। শনিবার (১লা জানুয়ারি) রাত্রি আনুমানিক ১১টার দিকে উপজেলার মথুরাপুর ঈদগাহ মাঠের পাশে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, বগুড়া শেরপুর উপজেলার নওদাপাড়া গ্রামের আকাশ ইসলাম (১৯), রহমতপুর গ্রামের শামীম তানভির (২২) ও সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলার লাঙ্গলমোড়া গ্রামের আশিক হাসান (১৯)। এ ঘটনায় ভুক্তভোগী যুবক মজনু বাদী হয়ে শনিবার রাতে ধুনট থানায় চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, মথুরাপুর ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের যুবক মজনু আলম দীর্ঘদিন ধরে মথুরাপুর বাজারে মোবাইল ফ্লেক্সিলোড ও বিকাশ এজেন্টের ব্যবসা করে আসছিলেন। প্রতিদিনের ন্যায় সেদিন রাত্রি আনুমানিক সাড়ে ১০ টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তাহার ব্যবহৃত মোটরসাইকেল যোগে বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে মথুরাপুর ঈদগাহের পাশে উলিপুর রাস্তার মোড়ে পৌঁছালে, আগে থেকে ওৎ পেতে থাকা ছিনতাইকারী দলের সদস্যরা মোটরসাইকেলের সামনে এসে সংকেত দিলে সে দাঁড়িয়ে যায়। পরে ছিনতাইকারিরা তাকে অতর্কিত ভাবে হামলা করে গলায় গামছা বেধে ফেলার চেষ্টা করলে, মোটরসাইকেল সহ রাস্তার পাশের জমিতে পড়ে যায় মজনু। ছিনতাইকারীদের সাথে ধস্তাধস্তির একপর্যায়ে উঠে কৌশলে দৌড় দিয়ে চিৎকার শুরু করলে আশেপাশের স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে, এবং তিনজন ছিনতাইকারীকে ধরে ৯৯৯ জরুরী নম্বরে কল করে পুলিশকে জানায়। খবর পেয়ে ধুনট থানার পুলিশ এসে ছিনতাইকারীদের থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান বলেন, আটককৃত তিনজন ছিনতাইকারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন। রোববার দুপুরের পর তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠনো হয়েছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

x

ধুনটে তিনজন ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশের সময় : ০৬:২৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩

ধুনট (বগুড়া) প্রতিনিধি, প্রতিদিনের পোস্ট || ধুনটে তিনজন ছিনতাইকারী গ্রেফতার।

বগুড়ার ধুনটে বিকাশ এজেন্টের টাকা ও মোবাইল ফোন ছিনতাইকালে ভিকটিমের আত্মচিৎকারে স্থানীয় জনগণ তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। শনিবার (১লা জানুয়ারি) রাত্রি আনুমানিক ১১টার দিকে উপজেলার মথুরাপুর ঈদগাহ মাঠের পাশে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, বগুড়া শেরপুর উপজেলার নওদাপাড়া গ্রামের আকাশ ইসলাম (১৯), রহমতপুর গ্রামের শামীম তানভির (২২) ও সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলার লাঙ্গলমোড়া গ্রামের আশিক হাসান (১৯)। এ ঘটনায় ভুক্তভোগী যুবক মজনু বাদী হয়ে শনিবার রাতে ধুনট থানায় চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, মথুরাপুর ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের যুবক মজনু আলম দীর্ঘদিন ধরে মথুরাপুর বাজারে মোবাইল ফ্লেক্সিলোড ও বিকাশ এজেন্টের ব্যবসা করে আসছিলেন। প্রতিদিনের ন্যায় সেদিন রাত্রি আনুমানিক সাড়ে ১০ টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তাহার ব্যবহৃত মোটরসাইকেল যোগে বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে মথুরাপুর ঈদগাহের পাশে উলিপুর রাস্তার মোড়ে পৌঁছালে, আগে থেকে ওৎ পেতে থাকা ছিনতাইকারী দলের সদস্যরা মোটরসাইকেলের সামনে এসে সংকেত দিলে সে দাঁড়িয়ে যায়। পরে ছিনতাইকারিরা তাকে অতর্কিত ভাবে হামলা করে গলায় গামছা বেধে ফেলার চেষ্টা করলে, মোটরসাইকেল সহ রাস্তার পাশের জমিতে পড়ে যায় মজনু। ছিনতাইকারীদের সাথে ধস্তাধস্তির একপর্যায়ে উঠে কৌশলে দৌড় দিয়ে চিৎকার শুরু করলে আশেপাশের স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে, এবং তিনজন ছিনতাইকারীকে ধরে ৯৯৯ জরুরী নম্বরে কল করে পুলিশকে জানায়। খবর পেয়ে ধুনট থানার পুলিশ এসে ছিনতাইকারীদের থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান বলেন, আটককৃত তিনজন ছিনতাইকারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন। রোববার দুপুরের পর তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠনো হয়েছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট