ঢাকা , বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নেদারল্যান্ডসকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:৫২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
  • / ২৩৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক, প্রতিদিনের পোস্ট||নেদারল্যান্ডসকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ।

‘বিশ্বকাপ আসে, বিশ্বকাপ যায়; বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডের জয়টা অধরাই রয়ে যায়’– অষ্টম বিশ্বকাপে এসে এই নিয়তিটা অবশেষে ঘুচিয়েছে সাকিব আল হাসানের দল। বিশ্বকাপের সুপার টুয়েলভে নেদারল্যান্ডসকে হারিয়েছে ৯ রানে।

তাতেই গড়া হয়ে গেছে ইতিহাসটা, প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে জয় পেয়ে গেছে বাংলাদেশ। বিস্তারিত আসছে…

আরও পড়ুন: সাকিবের ‘ব্রেক থ্রু’, হাসানের উইকেটের পর বৃষ্টির বাগড়া
দ্রুত চার উইকেট খোয়ানোর পর কলিন অ্যাকারম্যান আর স্কট অ্যাডওয়ার্ডস মিলে জুটি দাঁড় করিয়ে ফেলেছিলেন। তাতে বাংলাদেশও পড়ে গিয়েছিল খানিকটা অস্বস্তিতে। গত রাতেও যে দ্রুত চার উইকেট খোয়ানোর পর পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছিল ভারত, সে স্মৃতিটা তো এখনো তরতাজাই!

তবে সেই অস্বস্তি থেকে বাংলাদেশকে মুক্তি দিয়েছেন সাকিব আল হাসান। নেদারল্যান্ডস অধিনায়ক অ্যাডওয়ার্ডসকে ফিরিয়েছেন তিনি। এনে দিয়েছেন বহু আকাঙ্ক্ষিত ‘ব্রেক থ্রু’টা।

পয়েন্ট আর থার্ড ম্যানের ফিল্ডার বৃত্তের ভেতরে রেখে অফ স্টাম্পের বাইরে খানিকটা ধীরগতির বল করে সাকিব অ্যাডওয়ার্ডসকে যেন চ্যালেঞ্জ জানাচ্ছিলেন ‘পারলে মেরে দেখাও’; সেই চ্যালেঞ্জটা প্রথম বলে রিভার্স সুইপ করেছিলেন ডাচ অধিনায়ক, দুই রান হয় সেই বলে। পরের বলেও করলেন, সেটা গিয়ে সোজা জমা পড়ল পয়েন্টে থাকা হাসান মাহমুদের হাতে। ডাচদের ৪৪ রানের জুটি ভাঙে তাতে।

পরের ওভারে আঘাত হানলেন হাসান মাহমুদও। বোল্ড করেন টিম প্রিঙ্গলকে, যিনি বলদুয়েক আগেই নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলেও বেঁচে ফিরেছিলেন। ৬৬ রানে ৬ উইকেট খুইয়ে বসে ডাচরা।

এরপরই বৃষ্টি বাগড়া দেয় ম্যাচে। যদিও ১০ মিনিট বৃষ্টির পরই আবার শুরু হয়ে গেছে খেলা।

এই নিউজটি শেয়ার করুন

x

নেদারল্যান্ডসকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

প্রকাশের সময় : ০৭:৫২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২

স্পোর্টস ডেস্ক, প্রতিদিনের পোস্ট||নেদারল্যান্ডসকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ।

‘বিশ্বকাপ আসে, বিশ্বকাপ যায়; বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডের জয়টা অধরাই রয়ে যায়’– অষ্টম বিশ্বকাপে এসে এই নিয়তিটা অবশেষে ঘুচিয়েছে সাকিব আল হাসানের দল। বিশ্বকাপের সুপার টুয়েলভে নেদারল্যান্ডসকে হারিয়েছে ৯ রানে।

তাতেই গড়া হয়ে গেছে ইতিহাসটা, প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে জয় পেয়ে গেছে বাংলাদেশ। বিস্তারিত আসছে…

আরও পড়ুন: সাকিবের ‘ব্রেক থ্রু’, হাসানের উইকেটের পর বৃষ্টির বাগড়া
দ্রুত চার উইকেট খোয়ানোর পর কলিন অ্যাকারম্যান আর স্কট অ্যাডওয়ার্ডস মিলে জুটি দাঁড় করিয়ে ফেলেছিলেন। তাতে বাংলাদেশও পড়ে গিয়েছিল খানিকটা অস্বস্তিতে। গত রাতেও যে দ্রুত চার উইকেট খোয়ানোর পর পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছিল ভারত, সে স্মৃতিটা তো এখনো তরতাজাই!

তবে সেই অস্বস্তি থেকে বাংলাদেশকে মুক্তি দিয়েছেন সাকিব আল হাসান। নেদারল্যান্ডস অধিনায়ক অ্যাডওয়ার্ডসকে ফিরিয়েছেন তিনি। এনে দিয়েছেন বহু আকাঙ্ক্ষিত ‘ব্রেক থ্রু’টা।

পয়েন্ট আর থার্ড ম্যানের ফিল্ডার বৃত্তের ভেতরে রেখে অফ স্টাম্পের বাইরে খানিকটা ধীরগতির বল করে সাকিব অ্যাডওয়ার্ডসকে যেন চ্যালেঞ্জ জানাচ্ছিলেন ‘পারলে মেরে দেখাও’; সেই চ্যালেঞ্জটা প্রথম বলে রিভার্স সুইপ করেছিলেন ডাচ অধিনায়ক, দুই রান হয় সেই বলে। পরের বলেও করলেন, সেটা গিয়ে সোজা জমা পড়ল পয়েন্টে থাকা হাসান মাহমুদের হাতে। ডাচদের ৪৪ রানের জুটি ভাঙে তাতে।

পরের ওভারে আঘাত হানলেন হাসান মাহমুদও। বোল্ড করেন টিম প্রিঙ্গলকে, যিনি বলদুয়েক আগেই নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলেও বেঁচে ফিরেছিলেন। ৬৬ রানে ৬ উইকেট খুইয়ে বসে ডাচরা।

এরপরই বৃষ্টি বাগড়া দেয় ম্যাচে। যদিও ১০ মিনিট বৃষ্টির পরই আবার শুরু হয়ে গেছে খেলা।