ঢাকা , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

“বিএনপির ১০ দফা সংবিধানকে কবর দেওয়ার ষড়যন্ত্র:ইনু”

  • রিপু
  • প্রকাশের সময় : ০৩:২৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিএনপির ১০ দফা সংবিধানকে কবর দেওয়ার ষড়যন্ত্র:ইনু|

বিএনপির ১০ দফা সংবিধানকে কবর দেওয়ার ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। আজ রোববার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ইনু বলেন, বিএনপির ১০ দফা হলো দুর্নীতিবাজ, চিহ্নিত জঙ্গি ও রাজাকারদের মুক্তি আবদারের দলিল। এই ১০ দফা মিথ্যার দলিল, চক্রান্তের ও অপরাধীদের রক্ষার দলিল।

বিএনপির ১০ দফাকে প্রত্যাখ্যান করে তিনি বলেন, এই ১০ দফা দিয়ে বিএনপি আরেকবার প্রমাণ করলো তারা দেশটাকে সংবিধানের বাইরে ঠেলে দিতে চায়। অস্বাভাবিক সরকার গঠনের রাজনীতিতেই থেকে গেল তারা। কোনো আদালতই তারা মানেন না।

জাসদ সভাপতি আরও বলেন, বিএনপি যাদের আলেম বলছে তারা কেউই আলেম নন, আলেম হবার জন্য কাউকে গ্রেপ্তার করা হয়নি। যারা কারাগারে আছে তারা, ধর্ষক, জঙ্গি, সন্ত্রাসী ও খুনি।

অর্থ পাচার নিয়ে ১০ দফায় যে প্রস্তাব দেওয়া হয়েছে তা হাস্যকর মন্তব্য করে হাসানুল হক ইনু বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে হাওয়া ভবন বানিয়ে অর্থ পাচার করেছে। সেই অর্থের এক অংশ ইতোমধ্যে ফেরত এসেছে।

তিনি আরও বলেন, বিএনপির ১০ দফায় বৈশ্বিক সংকট নিয়ে কিছু নেই। তাদের কাছে সবই সম্ভব। এতো সমালোচনার পরেও তাদের বগলে জামায়াত যুদ্ধাপরাধীরা আছে।

এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

Facebook Comments Box
জনপ্রিয়

“বিএনপির ১০ দফা সংবিধানকে কবর দেওয়ার ষড়যন্ত্র:ইনু”

প্রকাশের সময় : ০৩:২৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিএনপির ১০ দফা সংবিধানকে কবর দেওয়ার ষড়যন্ত্র:ইনু|

বিএনপির ১০ দফা সংবিধানকে কবর দেওয়ার ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। আজ রোববার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ইনু বলেন, বিএনপির ১০ দফা হলো দুর্নীতিবাজ, চিহ্নিত জঙ্গি ও রাজাকারদের মুক্তি আবদারের দলিল। এই ১০ দফা মিথ্যার দলিল, চক্রান্তের ও অপরাধীদের রক্ষার দলিল।

বিএনপির ১০ দফাকে প্রত্যাখ্যান করে তিনি বলেন, এই ১০ দফা দিয়ে বিএনপি আরেকবার প্রমাণ করলো তারা দেশটাকে সংবিধানের বাইরে ঠেলে দিতে চায়। অস্বাভাবিক সরকার গঠনের রাজনীতিতেই থেকে গেল তারা। কোনো আদালতই তারা মানেন না।

জাসদ সভাপতি আরও বলেন, বিএনপি যাদের আলেম বলছে তারা কেউই আলেম নন, আলেম হবার জন্য কাউকে গ্রেপ্তার করা হয়নি। যারা কারাগারে আছে তারা, ধর্ষক, জঙ্গি, সন্ত্রাসী ও খুনি।

অর্থ পাচার নিয়ে ১০ দফায় যে প্রস্তাব দেওয়া হয়েছে তা হাস্যকর মন্তব্য করে হাসানুল হক ইনু বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে হাওয়া ভবন বানিয়ে অর্থ পাচার করেছে। সেই অর্থের এক অংশ ইতোমধ্যে ফেরত এসেছে।

তিনি আরও বলেন, বিএনপির ১০ দফায় বৈশ্বিক সংকট নিয়ে কিছু নেই। তাদের কাছে সবই সম্ভব। এতো সমালোচনার পরেও তাদের বগলে জামায়াত যুদ্ধাপরাধীরা আছে।

এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

Facebook Comments Box