ঢাকা , মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
মথুরাপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্টকে জেতাতে কোমর বেঁধেছেন জাতীয় কংগ্রেসের সভাপতি শামসুল হুদা লস্কর কলেজছাত্র মামুন হত্যাকান্ডের প্রধান জুনেদ কারাগারে শ্রীমঙ্গলে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন;কৃষিমন্ত্রী ‘অনুমতি ছাড়া জন্ম দেয়ায়’ মা-বাবার বিরুদ্ধে মামলা! সুদের চক্রে ফেঁসে বিষপানে জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার আত্মহত্যা সিএজি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলাবতে আলোচনা সভা অনুষ্ঠিত এসএসসির ফলাফলে শতভাগ পাসসহ বেলাব উপজেলায় ১ম বারৈচা বালিকা উচ্চবিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়ায় এসএসসির ফলাফলে মেয়েকে ছাড়িয়ে গেলেন ৪৪ বছর বয়সী মেম্বার মা আমি যদি নির্বাচিত হই, সদর দক্ষিণের সকল প্রকার চাঁদাবাজী বন্ধ করবো : ইঞ্জি: রিপন শিবপুরে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

“স্ত্রী আর্জেন্টিনা, স্বামী ব্রাজিল সমর্থক”

রিপু
  • প্রকাশের সময় : ১২:১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
  • / ১৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || স্ত্রী আর্জেন্টিনা, স্বামী ব্রাজিল সমর্থক|

ক্যারিয়ারে সুইমিংপুলেই সময় কেটেছে বেশি। একের পর এক পদক জিতেছেন এই জলকন্যা। সাঁতারের পরেই মাহফুজা রহমান তানিয়ার পছন্দের খেলা ফুটবল। স্বামী সাদেকুল ইসলাম একসময় ফুটবল খেলতেন। মাহফুজা রহমান আর্জেন্টিনার সমর্থক। স্বামী ব্রাজিলের। দুই ছেলের একজন আর্জেন্টাইন এবং অন্যজন ফ্রান্সের সমর্থক।

প্রশ্ন : আপনি আর্জেন্টিনা, স্বামী ব্রাজিলের সমর্থক। তর্ক হয় নিশ্চয়?

মাহফুজা রহমান : হয় না আবার। ওর সঙ্গে থাকতে থাকতে আমিও এখন ফুটবল অনেকটাই বুঝি। তর্ক তো হবেই।

প্রশ্ন : কী রকম?

মাহফুজা : শনিবার রাতে যখন অস্ট্রেলিয়া গোল দিল আর্জেন্টিনাকে এবং পরে যখন শেষ মুহূর্তে ফের গোল হজম করতে যাচ্ছিলেন মেসিরা, তখন উত্তম ক্রেজি হয়ে লাফাতে শুরু করে। তাকে টেনে বসালাম। ম্যাচ ড্রয়ের শঙ্কায় আমি কেঁদে ফেলেছিলাম।

প্রশ্ন : জেতার পর?

মাহফুজা : শেষ পর্যন্ত যখন আর্জেন্টিনা জিতল, তখন সে আমাকে অভিনন্দন জানায়।

প্রশ্ন : মেসিদের খেলা দেখে কি মনে হলো, আর্জেন্টিনা কতদূর যেতে পারবে?

মাহফুজা : আর্জেন্টিনার এই দল প্রথমদিকে যেভাবে খেলেছে, তাতে সন্দেহ জেগেছিল। মনে হয়েছিল, এভাবে খেলে হয়তো অস্ট্রেলিয়ার সঙ্গে পারবে না। গতি তেমন নেই। পোল্যান্ডের সঙ্গে খেলা দেখে তো রাগ হয়েছিল মেসির পেনালটি মিসে। এখন মনে হচ্ছে, আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে যেতে পারবে।

প্রশ্ন : ব্রাজিল নিয়ে কী অভিমত আপনার স্বামীর?

মাহফুজা : ক্যামেরুনের বিপক্ষে সাইড বেঞ্চের প্লেয়ারদের খেলিয়েছেন কোচ তিতে। তার বিশ্বাস ছিল দল জিতবে। যখন দেখল খেলার মধ্যে ম্যাচিউরিটি নেই তখন হতাশ হয়ে পড়ে উত্তম। সে বলেছে, দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে খেলা পড়লে ব্রাজিলের ফাইনালে যাওয়া কঠিন হয়ে যাবে।

প্রশ্ন : ছেলেরা কোন দলের সমর্থক?

মাহফুজা : বড় ছেলে তানজিদুল ইসলাম আর্জেন্টিনা এবং ছোট ছেলে রেদোয়ানুল ইসলাম ফ্রান্সের সমর্থক। যেদিন আর্জেন্টিনা বা ব্রাজিলের খেলা থাকে সেদিন বড় ছেলে নিজের রুমে ল্যাপটপে খেলা দেখে। সে বাবার সঙ্গে খেলা দেখতে চায় না। আর ছোট ছেলে এমবাপ্পের ভালোবাসায় ফ্রান্সের সমর্থক। তার বিশ্বাস, এমবাপ্পে, গ্রিজমানরা বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সকে অনেকদূর নিয়ে যেতে পারবে

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

x

“স্ত্রী আর্জেন্টিনা, স্বামী ব্রাজিল সমর্থক”

প্রকাশের সময় : ১২:১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || স্ত্রী আর্জেন্টিনা, স্বামী ব্রাজিল সমর্থক|

ক্যারিয়ারে সুইমিংপুলেই সময় কেটেছে বেশি। একের পর এক পদক জিতেছেন এই জলকন্যা। সাঁতারের পরেই মাহফুজা রহমান তানিয়ার পছন্দের খেলা ফুটবল। স্বামী সাদেকুল ইসলাম একসময় ফুটবল খেলতেন। মাহফুজা রহমান আর্জেন্টিনার সমর্থক। স্বামী ব্রাজিলের। দুই ছেলের একজন আর্জেন্টাইন এবং অন্যজন ফ্রান্সের সমর্থক।

প্রশ্ন : আপনি আর্জেন্টিনা, স্বামী ব্রাজিলের সমর্থক। তর্ক হয় নিশ্চয়?

মাহফুজা রহমান : হয় না আবার। ওর সঙ্গে থাকতে থাকতে আমিও এখন ফুটবল অনেকটাই বুঝি। তর্ক তো হবেই।

প্রশ্ন : কী রকম?

মাহফুজা : শনিবার রাতে যখন অস্ট্রেলিয়া গোল দিল আর্জেন্টিনাকে এবং পরে যখন শেষ মুহূর্তে ফের গোল হজম করতে যাচ্ছিলেন মেসিরা, তখন উত্তম ক্রেজি হয়ে লাফাতে শুরু করে। তাকে টেনে বসালাম। ম্যাচ ড্রয়ের শঙ্কায় আমি কেঁদে ফেলেছিলাম।

প্রশ্ন : জেতার পর?

মাহফুজা : শেষ পর্যন্ত যখন আর্জেন্টিনা জিতল, তখন সে আমাকে অভিনন্দন জানায়।

প্রশ্ন : মেসিদের খেলা দেখে কি মনে হলো, আর্জেন্টিনা কতদূর যেতে পারবে?

মাহফুজা : আর্জেন্টিনার এই দল প্রথমদিকে যেভাবে খেলেছে, তাতে সন্দেহ জেগেছিল। মনে হয়েছিল, এভাবে খেলে হয়তো অস্ট্রেলিয়ার সঙ্গে পারবে না। গতি তেমন নেই। পোল্যান্ডের সঙ্গে খেলা দেখে তো রাগ হয়েছিল মেসির পেনালটি মিসে। এখন মনে হচ্ছে, আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে যেতে পারবে।

প্রশ্ন : ব্রাজিল নিয়ে কী অভিমত আপনার স্বামীর?

মাহফুজা : ক্যামেরুনের বিপক্ষে সাইড বেঞ্চের প্লেয়ারদের খেলিয়েছেন কোচ তিতে। তার বিশ্বাস ছিল দল জিতবে। যখন দেখল খেলার মধ্যে ম্যাচিউরিটি নেই তখন হতাশ হয়ে পড়ে উত্তম। সে বলেছে, দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে খেলা পড়লে ব্রাজিলের ফাইনালে যাওয়া কঠিন হয়ে যাবে।

প্রশ্ন : ছেলেরা কোন দলের সমর্থক?

মাহফুজা : বড় ছেলে তানজিদুল ইসলাম আর্জেন্টিনা এবং ছোট ছেলে রেদোয়ানুল ইসলাম ফ্রান্সের সমর্থক। যেদিন আর্জেন্টিনা বা ব্রাজিলের খেলা থাকে সেদিন বড় ছেলে নিজের রুমে ল্যাপটপে খেলা দেখে। সে বাবার সঙ্গে খেলা দেখতে চায় না। আর ছোট ছেলে এমবাপ্পের ভালোবাসায় ফ্রান্সের সমর্থক। তার বিশ্বাস, এমবাপ্পে, গ্রিজমানরা বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সকে অনেকদূর নিয়ে যেতে পারবে

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট