ঢাকা , বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

“কলা বাগানের ব্যাপক ক্ষ.তি হয়েছে, সিত্রাংয়ের তাণ্ডবে”

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৬:৩৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • / ১৮১ বার পড়া হয়েছে

নরসিংদী সংবাদদাতা।। “কলা বাগানের ব্যাপক ক্ষ.তি হয়েছে, সিত্রাংয়ের তাণ্ডবে”।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে নরসিংদীতর কলা বাগানগুলোতে ব্যাপক ক্ষ.তি হয়েছে। এতে দিশেহারা হয়ে পরেছেন স্থানীয় কৃষকরা। গত সোমবার সকাল থেকেই বাতাস ও বৃষ্টি শুরু হয় নরসিংদী জেলায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করে বাতাসের তীব্রতা। এতেই লণ্ডভণ্ড হয়ে যায় জেলার কয়েক হাজার কলা বাগান।

নরসিংদী সদর, পলাশ ও মনোহরদী উপজেলা বেশি কলার চাষ হয়ে থাকে।

সদর উপজেলার কৃষক ইব্রাহিম বলেন, ‘৬ মাস ধরে অনেক পরিশ্রম করে বাগানে কলা চাষ করেছি। অনেকের কাছে ধারদেনা করেত হয়েছে। আশায় ছিলাম এবার ভালো ফলন হলে সব দুঃখ মুছে যাবে। কিন্তু তা-আর হলো না। এক ঝড়ে সব শেষ আমাদের। এখন কি করবো? কিভাবে পরিবার নিয়ে চলবো বুঝিতে পারছি না।’

তিনি আরো বলেন, ‘তিন বিঘা জমিতে অমৃত-সাগর কলার চাষ করেছিলাম। প্রায় সব কলা গাছই ঝড়ের তাণ্ডবে নষ্ট হয়ে গেছে।’
মনোহরদী উপজেলার হতদরিদ্র চাষি সুরজ মিয়া বলেন, ‘অন্যের জমি বর্গা নিয়ে চাম্পা ও অমিতৃসাগর কলার চাষ করি। জমিতে ২০০ থেকে ১৫০টি কলাগাছ ছিল। এক মাস পরই সব কলা বাগান থেকে তুলে বাজারে বিক্রির স্বপ্ন ছিলো। কিন্তু এখন সেই স্বপ্ন মাটিতে পড়ে আছে। একটি কলাগাছও নেই। সব ঝড়ে শেষ করে দিয়ে গেছে।’

তিনি আরো বলেন, ‘যার থেকে জমি বর্গা নিয়েছিলাম তাকে কি বলবো এবং আমি নিজেই’বা কিভাবে চলবো জানি না। আমার দুই লাখ টাকার ক্ষ.তি হয়েছে।’

এবিষয়ে জানতে জেলা কৃষি কর্মকর্তাকে একাধিক বার ফোন দিলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

জেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ‘ ঝড়ে কলা বাগানের ক্ষ.তির কোনো তথ্য আমার কাছে নেই। এ মৌসুমে জেলায় কত হেষ্টর জমিতে কলা চাষ হয় সেটাও এই মুর্হূতে বলতে পারছি না।’

এই নিউজটি শেয়ার করুন

x

“কলা বাগানের ব্যাপক ক্ষ.তি হয়েছে, সিত্রাংয়ের তাণ্ডবে”

প্রকাশের সময় : ০৬:৩৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২

নরসিংদী সংবাদদাতা।। “কলা বাগানের ব্যাপক ক্ষ.তি হয়েছে, সিত্রাংয়ের তাণ্ডবে”।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে নরসিংদীতর কলা বাগানগুলোতে ব্যাপক ক্ষ.তি হয়েছে। এতে দিশেহারা হয়ে পরেছেন স্থানীয় কৃষকরা। গত সোমবার সকাল থেকেই বাতাস ও বৃষ্টি শুরু হয় নরসিংদী জেলায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করে বাতাসের তীব্রতা। এতেই লণ্ডভণ্ড হয়ে যায় জেলার কয়েক হাজার কলা বাগান।

নরসিংদী সদর, পলাশ ও মনোহরদী উপজেলা বেশি কলার চাষ হয়ে থাকে।

সদর উপজেলার কৃষক ইব্রাহিম বলেন, ‘৬ মাস ধরে অনেক পরিশ্রম করে বাগানে কলা চাষ করেছি। অনেকের কাছে ধারদেনা করেত হয়েছে। আশায় ছিলাম এবার ভালো ফলন হলে সব দুঃখ মুছে যাবে। কিন্তু তা-আর হলো না। এক ঝড়ে সব শেষ আমাদের। এখন কি করবো? কিভাবে পরিবার নিয়ে চলবো বুঝিতে পারছি না।’

তিনি আরো বলেন, ‘তিন বিঘা জমিতে অমৃত-সাগর কলার চাষ করেছিলাম। প্রায় সব কলা গাছই ঝড়ের তাণ্ডবে নষ্ট হয়ে গেছে।’
মনোহরদী উপজেলার হতদরিদ্র চাষি সুরজ মিয়া বলেন, ‘অন্যের জমি বর্গা নিয়ে চাম্পা ও অমিতৃসাগর কলার চাষ করি। জমিতে ২০০ থেকে ১৫০টি কলাগাছ ছিল। এক মাস পরই সব কলা বাগান থেকে তুলে বাজারে বিক্রির স্বপ্ন ছিলো। কিন্তু এখন সেই স্বপ্ন মাটিতে পড়ে আছে। একটি কলাগাছও নেই। সব ঝড়ে শেষ করে দিয়ে গেছে।’

তিনি আরো বলেন, ‘যার থেকে জমি বর্গা নিয়েছিলাম তাকে কি বলবো এবং আমি নিজেই’বা কিভাবে চলবো জানি না। আমার দুই লাখ টাকার ক্ষ.তি হয়েছে।’

এবিষয়ে জানতে জেলা কৃষি কর্মকর্তাকে একাধিক বার ফোন দিলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

জেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ‘ ঝড়ে কলা বাগানের ক্ষ.তির কোনো তথ্য আমার কাছে নেই। এ মৌসুমে জেলায় কত হেষ্টর জমিতে কলা চাষ হয় সেটাও এই মুর্হূতে বলতে পারছি না।’