ঢাকা , শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নবীনগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মো. আলমগীর খন্দকার
  • প্রকাশের সময় : ০৬:৩৫:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
  • / ২১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নদীর তীরবর্তী অবৈধ স্থাপনায় দুদিন ব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম। এ সময় গুঁড়িয়ে দেয়া হয়েছে পাঁচটি অবৈধ স্থাপনা। পাশাপাশি নদীর পাড়ের সৌন্দর্য বর্ধনে ইট বালু সহ বিভিন্ন মালামাল সরিয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার ও বুধবার দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন তিনি।

এসময় ইউএনও বলেন, এখন থেকে নদীর পাড়ে ময়লা-আবর্জনা ফেলা ও দখল করার চেষ্টা করলে আর জরিমানা নয় সরাসরি জেল দেয়া হবে। শহরের সৌন্দর্য বর্ধনে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে একটি নান্দনিক পার্ক নির্মাণ করে শহরের মানুষকে নদীর পাড়ের সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দেয়া হবে।

জানাযায়, তিতাস নদীর পাড়ের বিভিন্ন অংশ অবৈধ দখলদারগণ স্থাপনা নির্মাণ করে রেখেছিল। প্রশাসন বিভিন্ন সময় চেষ্টা করেও তা ভাঙতে পারেনি। তাদেরকে অবৈধ স্থাপনা ভাঙার জন্য অনেকবার বলা হলেও তারা শুনেনি।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

x

নবীনগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশের সময় : ০৬:৩৫:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নদীর তীরবর্তী অবৈধ স্থাপনায় দুদিন ব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম। এ সময় গুঁড়িয়ে দেয়া হয়েছে পাঁচটি অবৈধ স্থাপনা। পাশাপাশি নদীর পাড়ের সৌন্দর্য বর্ধনে ইট বালু সহ বিভিন্ন মালামাল সরিয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার ও বুধবার দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন তিনি।

এসময় ইউএনও বলেন, এখন থেকে নদীর পাড়ে ময়লা-আবর্জনা ফেলা ও দখল করার চেষ্টা করলে আর জরিমানা নয় সরাসরি জেল দেয়া হবে। শহরের সৌন্দর্য বর্ধনে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে একটি নান্দনিক পার্ক নির্মাণ করে শহরের মানুষকে নদীর পাড়ের সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দেয়া হবে।

জানাযায়, তিতাস নদীর পাড়ের বিভিন্ন অংশ অবৈধ দখলদারগণ স্থাপনা নির্মাণ করে রেখেছিল। প্রশাসন বিভিন্ন সময় চেষ্টা করেও তা ভাঙতে পারেনি। তাদেরকে অবৈধ স্থাপনা ভাঙার জন্য অনেকবার বলা হলেও তারা শুনেনি।