ঢাকা , রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নবীনগরে বাজারের উপর দিয়ে রাস্তা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

মো. আলমগীর খন্দকার
  • প্রকাশের সময় : ০৪:৪৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৩৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পৌর সদরের ব্যবসায়ীদের দোকানপাট ধ্বংস না করার দাবিতে স্থানীয় শতাধিক ব্যবসায়ীরা বিক্ষোভ ও মানববন্ধন করছেন।

বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি উপজেলা ডাকবাংলোতে স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলের সঙ্গে সরাসরি দেখা করেন ব্যবসায়ীরা। আশুগঞ্জ থেকে নবীনগর মহাসড়ক নির্মাণ  বাস্তবায়ন হলে নবীনগর সদর বাজারের শত শত দোকানপাট ভাঙ্গা পরবে, এতে হাজার হাজার মানুষ কাজ এবং চাকরি হারিয়ে নানা ভোগান্তির শিকার হবেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এই শ্লোগানে হাজারো ব্যবসায়ী (এক দফা এক দাবি, নবীনগর সদর বাজারের উপর দিয়ে মহাসড়ক নির্মাণ থেকে নবীনগর বাজার বাঁচান) নবীনগর বাজার ব্যবসায়ীদের দাবি বাজার বাঁচলে আমরা বেঁচে যাব।

স্থানীয় ব্যবসায়ীরা আরো জানান, ঐতিহ্যবাহী নবীনগর পৌর সদরে হাজার হাজার মানুষ জীবিকা নির্বাহ করছেন এখন যদি এদিক দিয়ে দোকানপাট ভেঙ্গে আমাদেরকে রাস্তায় নামিয়ে দেই আমাদের না খেয়ে মরতে হবে।

এই ছোট বাজারটির বুক চিরে রাস্তা তৈরি হলে শত শত দোকানপাট ধ্বংস হয়ে যাবে। এতে এই এলাকার হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়বে। বাজারের পশ্চিম পাশ দিয়ে এই সড়কটি নির্মিত হলে শহরের আয়তন বাড়বে এবং আমরাও উপকৃত হব। আমরা আমাদের এমপি ফয়জুর রহমান বাদলের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করছি।

এসময় স্থানীয় ব্যবসায়ীদের এসব দাবি শুনে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল সাংবাদিকদের বলেন, আশুগঞ্জ টু নবীনগর সড়ক নির্মাণের রোডম্যাপ অনেক আগেই তৈরি করা হয়েছে। ব্যবসায়ীদের ক্ষতির বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবে আশ্বস্ত করেন।

উল্লেখ্য, আশুগঞ্জ থেকে নবীনগর সড়কের ব্যয় ধরা হয়েছে ৪২১ কোটি ৯৭ লাখ টাকা। এরই মধ্যে অনেক কাজ শেষ হয়েছে।  বাকি কাজ দ্রুত শেষ হবে বলে জানিয়েছেন সড়ক ও জনপদ কর্মকর্তারা।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

x

নবীনগরে বাজারের উপর দিয়ে রাস্তা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময় : ০৪:৪৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পৌর সদরের ব্যবসায়ীদের দোকানপাট ধ্বংস না করার দাবিতে স্থানীয় শতাধিক ব্যবসায়ীরা বিক্ষোভ ও মানববন্ধন করছেন।

বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি উপজেলা ডাকবাংলোতে স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলের সঙ্গে সরাসরি দেখা করেন ব্যবসায়ীরা। আশুগঞ্জ থেকে নবীনগর মহাসড়ক নির্মাণ  বাস্তবায়ন হলে নবীনগর সদর বাজারের শত শত দোকানপাট ভাঙ্গা পরবে, এতে হাজার হাজার মানুষ কাজ এবং চাকরি হারিয়ে নানা ভোগান্তির শিকার হবেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এই শ্লোগানে হাজারো ব্যবসায়ী (এক দফা এক দাবি, নবীনগর সদর বাজারের উপর দিয়ে মহাসড়ক নির্মাণ থেকে নবীনগর বাজার বাঁচান) নবীনগর বাজার ব্যবসায়ীদের দাবি বাজার বাঁচলে আমরা বেঁচে যাব।

স্থানীয় ব্যবসায়ীরা আরো জানান, ঐতিহ্যবাহী নবীনগর পৌর সদরে হাজার হাজার মানুষ জীবিকা নির্বাহ করছেন এখন যদি এদিক দিয়ে দোকানপাট ভেঙ্গে আমাদেরকে রাস্তায় নামিয়ে দেই আমাদের না খেয়ে মরতে হবে।

এই ছোট বাজারটির বুক চিরে রাস্তা তৈরি হলে শত শত দোকানপাট ধ্বংস হয়ে যাবে। এতে এই এলাকার হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়বে। বাজারের পশ্চিম পাশ দিয়ে এই সড়কটি নির্মিত হলে শহরের আয়তন বাড়বে এবং আমরাও উপকৃত হব। আমরা আমাদের এমপি ফয়জুর রহমান বাদলের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করছি।

এসময় স্থানীয় ব্যবসায়ীদের এসব দাবি শুনে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল সাংবাদিকদের বলেন, আশুগঞ্জ টু নবীনগর সড়ক নির্মাণের রোডম্যাপ অনেক আগেই তৈরি করা হয়েছে। ব্যবসায়ীদের ক্ষতির বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবে আশ্বস্ত করেন।

উল্লেখ্য, আশুগঞ্জ থেকে নবীনগর সড়কের ব্যয় ধরা হয়েছে ৪২১ কোটি ৯৭ লাখ টাকা। এরই মধ্যে অনেক কাজ শেষ হয়েছে।  বাকি কাজ দ্রুত শেষ হবে বলে জানিয়েছেন সড়ক ও জনপদ কর্মকর্তারা।