ঢাকা , শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নবীনগরে ১৫ আগষ্ট উপলক্ষে তিনটি পৃথক স্থানে শোক দিবস পালিত

মোঃ আলমগীর খন্দকার
  • প্রকাশের সময় : ০১:০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
  • / ১০০ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর খন্দকার: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ও শ্যামগ্রাম ইউনিয়নে তিনটি পৃথক পৃথক স্থানে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) উপজেলার সামগ্রাম ইউনিয়নের সাহেবনগর, শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন ও নবারুন একাডেমীর মাঠ প্রাঙ্গণে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

তিনটি আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল।

প্রধান অতিথির বক্তব্যে প্রথমেই ১৫ আগস্টে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন,
যার জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না এবং আজও আমরা পাকিস্তানের দাসত্বের নিগড়ে আবদ্ধ থাকতাম, ইতিহাসের মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা এই আগস্ট মাসে হারিয়েছি। শোকাবহ আগস্টের সেই কালরাতে ঘাতকের নির্মম বুলেটে প্রাণ হারিয়েছেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ জাতির পিতার পরিবারের অন্যান্য সদস্যগণ-তাদের সকলকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি।

এসময় তিনি বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা জনপ্রিয়তা বিবেচনা করে মনোনয়ন দিবে বলে বিশ্বাস করি। আমি আবারও সাংসদ হলে প্রতিটি গ্রামের রাস্তা সহ অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো ইনশাআল্লাহ।
শ্যামগ্রাম ইউনিয়নের সাহেবনগর গ্রামের মধ্যপাড়া মাঠে ১ নং ওয়ার্ডের সভাপতি মোঃ মাসুদ ও শ্রীরামপুর ইউনিয়ন গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি শাহ আলম এবং শ্রীরামপুর নবারুন একাডেমী স্কুল প্রাঙ্গনে শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু হানিফ স্বপনের সভাপতিত্বে ওই তিনটি আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন সিদ্দিক টিটু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, চেয়ারম্যান জাকী উদ্দীন জাকির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি আব্দুর রহমান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজী খায়রুল আমিন, ফরিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের সভাপতি সামস আলম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সালাউদ্দিন বাবু, সামীম কবির, এনামূল হক সরকার, গোলাম কিবরিয়া, নুরে আলম, মোস্তফা, ইকবাল হোসেন, কালাম, আবু বক্কর বাবুল, চান বাদশা, আমির হোসেন, মেহেদী হাসান সজীব প্রমূখ।

এই নিউজটি শেয়ার করুন

x

নবীনগরে ১৫ আগষ্ট উপলক্ষে তিনটি পৃথক স্থানে শোক দিবস পালিত

প্রকাশের সময় : ০১:০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩

মোঃ আলমগীর খন্দকার: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ও শ্যামগ্রাম ইউনিয়নে তিনটি পৃথক পৃথক স্থানে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) উপজেলার সামগ্রাম ইউনিয়নের সাহেবনগর, শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন ও নবারুন একাডেমীর মাঠ প্রাঙ্গণে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

তিনটি আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল।

প্রধান অতিথির বক্তব্যে প্রথমেই ১৫ আগস্টে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন,
যার জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না এবং আজও আমরা পাকিস্তানের দাসত্বের নিগড়ে আবদ্ধ থাকতাম, ইতিহাসের মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা এই আগস্ট মাসে হারিয়েছি। শোকাবহ আগস্টের সেই কালরাতে ঘাতকের নির্মম বুলেটে প্রাণ হারিয়েছেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ জাতির পিতার পরিবারের অন্যান্য সদস্যগণ-তাদের সকলকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি।

এসময় তিনি বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা জনপ্রিয়তা বিবেচনা করে মনোনয়ন দিবে বলে বিশ্বাস করি। আমি আবারও সাংসদ হলে প্রতিটি গ্রামের রাস্তা সহ অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো ইনশাআল্লাহ।
শ্যামগ্রাম ইউনিয়নের সাহেবনগর গ্রামের মধ্যপাড়া মাঠে ১ নং ওয়ার্ডের সভাপতি মোঃ মাসুদ ও শ্রীরামপুর ইউনিয়ন গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি শাহ আলম এবং শ্রীরামপুর নবারুন একাডেমী স্কুল প্রাঙ্গনে শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু হানিফ স্বপনের সভাপতিত্বে ওই তিনটি আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন সিদ্দিক টিটু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, চেয়ারম্যান জাকী উদ্দীন জাকির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি আব্দুর রহমান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজী খায়রুল আমিন, ফরিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের সভাপতি সামস আলম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সালাউদ্দিন বাবু, সামীম কবির, এনামূল হক সরকার, গোলাম কিবরিয়া, নুরে আলম, মোস্তফা, ইকবাল হোসেন, কালাম, আবু বক্কর বাবুল, চান বাদশা, আমির হোসেন, মেহেদী হাসান সজীব প্রমূখ।