ঢাকা , বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

“নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের কষ্ট হচ্ছে: বাণিজ্যমন্ত্রী”

রিপু
  • প্রকাশের সময় : ০১:৪৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • / ১৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের কষ্ট হচ্ছে: বাণিজ্যমন্ত্রী|

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের কষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ আজ বৃহস্পতিবার সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত টাস্কফোর্সের চতুর্থ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে জিনিসপত্রের ঊর্ধ্বগতির কারণে মানুষের সংসার আর চলছে না, বাণিজ্যমন্ত্রী হিসেবে আপনি বিষয়টিকে কীভাবে দেখেন?- এক সাংবাদিকের করা এমন প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, ‘এটা সত্যি কথা যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের কষ্ট হচ্ছে। কিন্তু এই কষ্টে সরকারের চেয়ে বৈশ্বিক কারণটা বেশি দায়ী। বৈশ্বিক কারণটা তো আমরা রাতারাতি পরিবর্তন করতে পারব না।’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘প্রত্যেক মানুষের জীবনে কখনো ভালো, কখনো খারাপ সময় থাকে। সময়টা যে এখন খারাপ যাচ্ছে, তা অস্বীকার করার উপায় নেই।’

চিনির দামবৃদ্ধির বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যে সমস্যা পেয়েছি তা হল, গ্যাসের সরবরাহের অপ্রতুলতা, যার কারণে ৬৬ শতাংশের বেশি চিনি উৎপাদন করা যাচ্ছে না। আশা করি, দু-একদিনের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হলে যে পরিমাণ চিনি দরকার, তা উৎপাদন সম্ভব হবে।’

তিনি বলেন, ‘চিনির সরবরাহ ঠিকভাবে হওয়া দরকার। সরবরাহ ধীরগতি হলে সমস্যা, সরবরাহ স্বাভাবিক হলে যে দাম নির্ধারণ করা হয়েছে সে দামে বিক্রি করা যাবে।’

টিপু মুনশি বলেন, ‘অনেক চিনি গুদামে পড়ে আছে; তা প্রক্রিয়াজাত করতে পারলে বাজারে আসবে। গ্যাসের সমস্যা সমাধান হলেই এটি প্রক্রিয়াজাত করা যাবে। যারা গ্যাসের বিষয়টি দেখে, তারা বলছে পরিস্থিতির উন্নয়ন ঘটছে।’

চলমান বিদ্যুৎ সংকটের বিষয়ে তিনি বলেন, বিদ্যুতের অবস্থা উন্নতি হবে। তবে ভয় পাওয়ার কিছু নেই।

এ সময় গম আমদানির বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘গম নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ইউক্রেন–রাশিয়া যুদ্ধের কারণে বিকল্প বাজার হিসেবে কানাডা থেকে গম আমদানি করা হচ্ছে। খুশির খবর হচ্ছে, ইউক্রেন থেকে গম আমদানি শুরু হয়েছে। আজ সেখান থেকে ৫৫ হাজার টন গম ছেড়েছে|

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

x

“নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের কষ্ট হচ্ছে: বাণিজ্যমন্ত্রী”

প্রকাশের সময় : ০১:৪৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের কষ্ট হচ্ছে: বাণিজ্যমন্ত্রী|

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের কষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ আজ বৃহস্পতিবার সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত টাস্কফোর্সের চতুর্থ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে জিনিসপত্রের ঊর্ধ্বগতির কারণে মানুষের সংসার আর চলছে না, বাণিজ্যমন্ত্রী হিসেবে আপনি বিষয়টিকে কীভাবে দেখেন?- এক সাংবাদিকের করা এমন প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, ‘এটা সত্যি কথা যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের কষ্ট হচ্ছে। কিন্তু এই কষ্টে সরকারের চেয়ে বৈশ্বিক কারণটা বেশি দায়ী। বৈশ্বিক কারণটা তো আমরা রাতারাতি পরিবর্তন করতে পারব না।’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘প্রত্যেক মানুষের জীবনে কখনো ভালো, কখনো খারাপ সময় থাকে। সময়টা যে এখন খারাপ যাচ্ছে, তা অস্বীকার করার উপায় নেই।’

চিনির দামবৃদ্ধির বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যে সমস্যা পেয়েছি তা হল, গ্যাসের সরবরাহের অপ্রতুলতা, যার কারণে ৬৬ শতাংশের বেশি চিনি উৎপাদন করা যাচ্ছে না। আশা করি, দু-একদিনের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হলে যে পরিমাণ চিনি দরকার, তা উৎপাদন সম্ভব হবে।’

তিনি বলেন, ‘চিনির সরবরাহ ঠিকভাবে হওয়া দরকার। সরবরাহ ধীরগতি হলে সমস্যা, সরবরাহ স্বাভাবিক হলে যে দাম নির্ধারণ করা হয়েছে সে দামে বিক্রি করা যাবে।’

টিপু মুনশি বলেন, ‘অনেক চিনি গুদামে পড়ে আছে; তা প্রক্রিয়াজাত করতে পারলে বাজারে আসবে। গ্যাসের সমস্যা সমাধান হলেই এটি প্রক্রিয়াজাত করা যাবে। যারা গ্যাসের বিষয়টি দেখে, তারা বলছে পরিস্থিতির উন্নয়ন ঘটছে।’

চলমান বিদ্যুৎ সংকটের বিষয়ে তিনি বলেন, বিদ্যুতের অবস্থা উন্নতি হবে। তবে ভয় পাওয়ার কিছু নেই।

এ সময় গম আমদানির বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘গম নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ইউক্রেন–রাশিয়া যুদ্ধের কারণে বিকল্প বাজার হিসেবে কানাডা থেকে গম আমদানি করা হচ্ছে। খুশির খবর হচ্ছে, ইউক্রেন থেকে গম আমদানি শুরু হয়েছে। আজ সেখান থেকে ৫৫ হাজার টন গম ছেড়েছে|

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট