ঢাকা , মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর প্রাণ গেল

মো. আলমগীর খন্দকার
  • প্রকাশের সময় : ০৭:০৪:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
  • / ৮১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যাটারি চালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সাইমা আক্তার (১৩) নামে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সাইমা আক্তার উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামের শহিদুল আলমের মেয়ে ও শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের আফতাব উদ্দিন খাঁ মাজার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সহপাঠীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার দুপুরে বিদ্যালয়ের মধ্যাহ্নভোজের বিরতির সময় সাইমা ও তার সহপাঠীরা ব্যাটারি চালিত
ইজিবাইক যোগে বাড়িতে ফেরার পথে ইজিবাইকের মোটরের চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। এসময় ইজিবাইক চালক ও স্থানীয়রা দৌড়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাইমা ও তার সহপাঠী চাচাতো বোন মারিয়া প্রতিদিনের পোস্টকে জানান, টিফিন পিরিয়ডের পর ঝালমুড়ি কিনে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন পরে ঝাল মুড়ির কাগজ বাহিরে ছুড়ে ফেলার পর ইজিবাইকের চাকার সঙ্গে প্যাঁচ লেগে গুরুতর আহত হলে ইজিবাইক চালক আশিক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে আসে।

এ বিষয়ে নবীনগর থানার সাব ইন্সপেক্টর আবুল কাশেম প্রতিদিনের পোস্টকে জানান, উপজেলার শিবপুর ইউনিয়নে ইজিবাইকের মোটরের চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ও আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

x

ব্রাহ্মণবাড়িয়ায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর প্রাণ গেল

প্রকাশের সময় : ০৭:০৪:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যাটারি চালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সাইমা আক্তার (১৩) নামে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সাইমা আক্তার উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামের শহিদুল আলমের মেয়ে ও শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের আফতাব উদ্দিন খাঁ মাজার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সহপাঠীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার দুপুরে বিদ্যালয়ের মধ্যাহ্নভোজের বিরতির সময় সাইমা ও তার সহপাঠীরা ব্যাটারি চালিত
ইজিবাইক যোগে বাড়িতে ফেরার পথে ইজিবাইকের মোটরের চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। এসময় ইজিবাইক চালক ও স্থানীয়রা দৌড়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাইমা ও তার সহপাঠী চাচাতো বোন মারিয়া প্রতিদিনের পোস্টকে জানান, টিফিন পিরিয়ডের পর ঝালমুড়ি কিনে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন পরে ঝাল মুড়ির কাগজ বাহিরে ছুড়ে ফেলার পর ইজিবাইকের চাকার সঙ্গে প্যাঁচ লেগে গুরুতর আহত হলে ইজিবাইক চালক আশিক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে আসে।

এ বিষয়ে নবীনগর থানার সাব ইন্সপেক্টর আবুল কাশেম প্রতিদিনের পোস্টকে জানান, উপজেলার শিবপুর ইউনিয়নে ইজিবাইকের মোটরের চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ও আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।