ঢাকা , বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মনোহরদীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

তানভীর আহমেদ, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
  • / ২০৩ বার পড়া হয়েছে

ছবি প্রতিদিনের পোস্ট

তানভীর আহমেদ:- গত শনিবার বিকেলে উপজেলার কাচিকাটা ইউনিয়নের রুদ্রদী শ্যামল মাঠে এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার নারী-পুরুষ ও শিশুর উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
দুপুরের পরপরই প্রতিযোগিতা শুরু হয়, চলে সন্ধ্যা পযন্ত। রুদ্রদী যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এ বছরের ঘোড়দৌড় প্রতিযোগিতায় নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল থেকে ১৯টি ঘোড়া অংশ নেয়। ঘোড়ার সওয়ার হিসেবে ছিলো বিভিন্ন বয়সের শিশুরা।

শীতের পড়ন্ত বিকেলে প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী ১৯টি ঘোড়া দুটি গ্রুপে মাঠের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে ছুটতে শুরু করে। ঊর্ধ্বশ্বাসে ছুটে চলা ঘোড়ার প্রতিযোগিতা উপভোগ করেন হাজার হাজার মানুষ। সবার দৃষ্টি মাঠের মাঝ দিয়ে ছুটে চলা ওই ঘোড়াগুলোর দিকে।

প্রতিযোগিতায় বড় গ্রুপে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ইসমাইল হোসেনের ঘোড়া প্রথম, একই উপজেলার সোহানের ঘোড়া দ্বিতীয় এবং আব্দুল জব্বারের ঘোড়া তৃতীয় স্থান অধিকার করে।

ছোট গ্রুপে প্রথম হয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুজনের ঘোড়া, শিবপুর উপজেলার শামসুল আলমের ঘোড়া দ্বিতীয় এবং কিশোরগঞ্জের হোসেনপুরের সবুজ বাংলা ঘোড়া তৃতীয় স্থান অধিকার করে।

বড় গ্রুপে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি এলইডি টিভি এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি এন্ড্রয়েড মুঠোফোন দেওয়া হয়।

ছোট গ্রুপে প্রথম পুরস্কার হিসেবে একটি ঘোড়া, দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি এলইডি টিভি এবং তৃতীয় পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি এন্ড্রয়েড মুঠোফোন।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাচিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান রহিম। প্রধান অতিথি ছিলেন কাচিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক হোসেন খান কনক। উদ্বোধন করেন স্থানীয় ইউপি সদস্য মোবারক হোসেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

x

মনোহরদীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৪:০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩

তানভীর আহমেদ:- গত শনিবার বিকেলে উপজেলার কাচিকাটা ইউনিয়নের রুদ্রদী শ্যামল মাঠে এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার নারী-পুরুষ ও শিশুর উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
দুপুরের পরপরই প্রতিযোগিতা শুরু হয়, চলে সন্ধ্যা পযন্ত। রুদ্রদী যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এ বছরের ঘোড়দৌড় প্রতিযোগিতায় নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল থেকে ১৯টি ঘোড়া অংশ নেয়। ঘোড়ার সওয়ার হিসেবে ছিলো বিভিন্ন বয়সের শিশুরা।

শীতের পড়ন্ত বিকেলে প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী ১৯টি ঘোড়া দুটি গ্রুপে মাঠের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে ছুটতে শুরু করে। ঊর্ধ্বশ্বাসে ছুটে চলা ঘোড়ার প্রতিযোগিতা উপভোগ করেন হাজার হাজার মানুষ। সবার দৃষ্টি মাঠের মাঝ দিয়ে ছুটে চলা ওই ঘোড়াগুলোর দিকে।

প্রতিযোগিতায় বড় গ্রুপে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ইসমাইল হোসেনের ঘোড়া প্রথম, একই উপজেলার সোহানের ঘোড়া দ্বিতীয় এবং আব্দুল জব্বারের ঘোড়া তৃতীয় স্থান অধিকার করে।

ছোট গ্রুপে প্রথম হয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুজনের ঘোড়া, শিবপুর উপজেলার শামসুল আলমের ঘোড়া দ্বিতীয় এবং কিশোরগঞ্জের হোসেনপুরের সবুজ বাংলা ঘোড়া তৃতীয় স্থান অধিকার করে।

বড় গ্রুপে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি এলইডি টিভি এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি এন্ড্রয়েড মুঠোফোন দেওয়া হয়।

ছোট গ্রুপে প্রথম পুরস্কার হিসেবে একটি ঘোড়া, দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি এলইডি টিভি এবং তৃতীয় পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি এন্ড্রয়েড মুঠোফোন।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাচিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান রহিম। প্রধান অতিথি ছিলেন কাচিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক হোসেন খান কনক। উদ্বোধন করেন স্থানীয় ইউপি সদস্য মোবারক হোসেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট