ঢাকা , শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

“মরক্কো যেভাবে খেলেছে সেভাবেই খেলবে”

রিপু
  • প্রকাশের সময় : ০৫:০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
  • / ২২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || মরক্কো যেভাবে খেলেছে সেভাবেই খেলবে|

যেভাবে মরক্কো এই বিশ্বকাপে খেলে এসেছে, সেভাবেই শেষ চারে ফ্রান্সের বিরুদ্ধে লড়বে। এ কথা খোদ মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুইর।

মঙ্গলবার দোহায় প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘যেভাবে আমরা খেলতে অভ্যস্ত, সেভাবেই খেলব এই ম্যাচেও। বল নিজেদের দখলে রাখাই কি ভালো খেলার কৌশল? ৭০ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে না রেখেও মাত্র দুবার লক্ষ্যে শট নিলেই আমি খুশি।’

রসিকতার ছলে মরক্কোর কোচ বলেন, ‘আমি ইনফান্তিনোকে (ফিফা সভাপতি) বলব ৬০ ভাগের বেশি বল যে দল নিজেদের নিয়ন্ত্রণে রাখে তাদেরকে এক পয়েন্ট দিতে।’

তিনি যোগ করেন, ‘আমরা এখানে জিততে এসেছি। বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে খেলতে নয়। ম্যানসিটি ম্যাচে ৭০ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে। কিন্তু ওদের দলে কারা খেলে, দেখেছেন? কেভিন ডি ব্রুইনা ও বার্নার্দো সিলভার মতো খেলোয়াড় যদি আপনার দলে থাকে, তাহলে তো বেশিরভাগ সময় বল আপনাদের দখলেই থাকবে।’

মরক্কোর কোচ বলেন, ‘ওরা টিকিটাকা সম্পর্কে বলে। আপনার যদি সেরকম খেলোয়াড় থাকে, তাহলে ঠিক আছে। আমি জানি, ইউরোপীয়রা আমাদের খেলার কৌশলের সমালোচনা করে। আমাদেরকে জিততে হবে আফ্রিকার জন্য। সেসব দেশের জন্য যেসব দেশ আফ্রিকার অন্তর্ভুক্ত। একই স্টাইলে ফুটবল খেলা হয় না। ইংল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের ম্যাচ দেখেছেন? বল বেশিরভাগ সময় ছিল ইংল্যান্ডের দখলে। কিন্তু জিতেছে ফ্রান্স।’

সেমিফাইনালে মরক্কোর প্রতিপক্ষ ফ্রান্সের প্রশংসা করে রেগরাগুই যোগ করেন, ‘ফ্রান্স দলটা সেরা। ২০১৮ বিশ্বকাপের ফ্রান্সকে দেখেই আমি স্বপ্ন দেখতে শুরু করি। দিদিয়ের দেশম বিশ্বের সেরা কোচ। আশা করি, ফ্রান্স কাল (আজ) আমাদের প্রতি শ্রদ্ধাশীল থাকবে না। যদি তা হয়, তাহলে বিষয়টি আরও বেশি জটিল হয়ে উঠবে।’

পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে মরক্কো সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আফ্রিকার প্রথম দেশ হিসাবে বিশ্বকাপের শেষ চারে উঠে এসেছে তারা।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

x

“মরক্কো যেভাবে খেলেছে সেভাবেই খেলবে”

প্রকাশের সময় : ০৫:০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || মরক্কো যেভাবে খেলেছে সেভাবেই খেলবে|

যেভাবে মরক্কো এই বিশ্বকাপে খেলে এসেছে, সেভাবেই শেষ চারে ফ্রান্সের বিরুদ্ধে লড়বে। এ কথা খোদ মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুইর।

মঙ্গলবার দোহায় প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘যেভাবে আমরা খেলতে অভ্যস্ত, সেভাবেই খেলব এই ম্যাচেও। বল নিজেদের দখলে রাখাই কি ভালো খেলার কৌশল? ৭০ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে না রেখেও মাত্র দুবার লক্ষ্যে শট নিলেই আমি খুশি।’

রসিকতার ছলে মরক্কোর কোচ বলেন, ‘আমি ইনফান্তিনোকে (ফিফা সভাপতি) বলব ৬০ ভাগের বেশি বল যে দল নিজেদের নিয়ন্ত্রণে রাখে তাদেরকে এক পয়েন্ট দিতে।’

তিনি যোগ করেন, ‘আমরা এখানে জিততে এসেছি। বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে খেলতে নয়। ম্যানসিটি ম্যাচে ৭০ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে। কিন্তু ওদের দলে কারা খেলে, দেখেছেন? কেভিন ডি ব্রুইনা ও বার্নার্দো সিলভার মতো খেলোয়াড় যদি আপনার দলে থাকে, তাহলে তো বেশিরভাগ সময় বল আপনাদের দখলেই থাকবে।’

মরক্কোর কোচ বলেন, ‘ওরা টিকিটাকা সম্পর্কে বলে। আপনার যদি সেরকম খেলোয়াড় থাকে, তাহলে ঠিক আছে। আমি জানি, ইউরোপীয়রা আমাদের খেলার কৌশলের সমালোচনা করে। আমাদেরকে জিততে হবে আফ্রিকার জন্য। সেসব দেশের জন্য যেসব দেশ আফ্রিকার অন্তর্ভুক্ত। একই স্টাইলে ফুটবল খেলা হয় না। ইংল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের ম্যাচ দেখেছেন? বল বেশিরভাগ সময় ছিল ইংল্যান্ডের দখলে। কিন্তু জিতেছে ফ্রান্স।’

সেমিফাইনালে মরক্কোর প্রতিপক্ষ ফ্রান্সের প্রশংসা করে রেগরাগুই যোগ করেন, ‘ফ্রান্স দলটা সেরা। ২০১৮ বিশ্বকাপের ফ্রান্সকে দেখেই আমি স্বপ্ন দেখতে শুরু করি। দিদিয়ের দেশম বিশ্বের সেরা কোচ। আশা করি, ফ্রান্স কাল (আজ) আমাদের প্রতি শ্রদ্ধাশীল থাকবে না। যদি তা হয়, তাহলে বিষয়টি আরও বেশি জটিল হয়ে উঠবে।’

পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে মরক্কো সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আফ্রিকার প্রথম দেশ হিসাবে বিশ্বকাপের শেষ চারে উঠে এসেছে তারা।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট