ঢাকা , মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ উদাচী শিল্পীগোষ্ঠী বেলাব থানা শাখার আয়োজনে বাংলা নববর্ষ পালিত ওয়েবসাইট তৈরিতে ৫০ শতাংশ ছাড় দিচ্ছে খন্দকার আইটি বেড়াতে এসে প্রবাসে ফেরা হলো না ফাহমিদার পর্যটন নগরী শ্রীমঙ্গলে ঈদের নামাজ অনুষ্ঠিত বাসকপ নবীনগর শাখার উদ্যোগে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরদীতে মৃত ব্যক্তিদের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়াত সাংবাদিকদের স্বরণে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাল্টপ্রাইজ বোস্টন সামিটে যাবে নজরুল বিশ্ববিদ্যালয় বেলাবতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রহিমা বেগম মুয়ুরী আলফাডাঙ্গায় রমজান মাস উপলক্ষে সুলভমূল্যে ডিম,দুধ ও মাংস বিক্রি: মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

মহাগুরুত্বপূর্ণ গোলে আর্জেন্টিনাকে আশা দিলেন মেসি

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৩৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
  • / ৯৮ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: সময় পেরিয়ে যাচ্ছিল। তথৈবচ প্রথমার্ধ শঙ্কাটা বাড়িয়েই যাচ্ছিল। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না আলবিসেলেস্তেরা। যে গোল না পেলে বিদায়ের খুব কাছেই চলে যাবে দল। এমন সব মুহূর্তে আর্জেন্টিনা যার দিকে তাকিয়ে থাকে, আজও ছিল তার দিকেই। অবশেষে লিওনেল মেসিই করলেন মহাগুরুত্বপূর্ণ সেই গোলটা। তাতে আর্জেন্টিনার আশার প্রদীপটাও জ্বলে রইল নিভু নিভু করে। বিস্তারিত আসছে…

আরও পড়ুন: প্রথমার্ধে গোল করতে পারল না আর্জেন্টিনা

ম্যাচটা আর্জেন্টিনার জন্য বাঁচা-মরার লড়াই। হারলে তো বটেই, ড্র করলেও বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথটা রুদ্ধ হয়ে যাবে রীতিমতো। সেই ম্যাচেই কি-না আর্জেন্টিনা খেলছে শেষ কয়েক বছরের সবচেয়ে বাজে ফুটবলটা! মেক্সিকোর বিপক্ষে প্রথমার্ধে তো গোল পায়ইনি আর্জেন্টিনা, সুযোগও তৈরি করতে পারেনি তেমন! তাতে আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের আশাটা ফিকে হয়ে আসছে ক্রমেই।

ম্যাচটাতে আর্জেন্টিনার যে জিততেই হবে, বিষয়টা প্রথমার্ধের খেলাতে অন্তত বোঝা যায়নি। শুরুর ৪৫ মিনিটে আর্জেন্টিনা যে গোলরক্ষক গিলের্মো ওচোয়াকে তেমন পরীক্ষাতেই ফেলতে পারেনি! শট নিয়েছে মোটে একটা, তাও সেটা হয়েছে লক্ষ্যভ্রষ্ট।

দুই দলই একটা করে পেয়েছে ফ্রি কিক, মেক্সিকো বক্সের ডান প্রান্তে পাওয়া ফ্রি কিকটা থেকে মেসির শট অনেকটা অনায়াসেই ঠেকিয়েছেন ওচোয়া। ওদিকে আর্জেন্টিনা বক্সের সামনে পাওয়া ফ্রি কিকটা একটু এদিক ওদিক হলে গোলই হয়ে যেতে পারত। এমিলিয়ানো মার্টিনেজ ছিলেন বলে রক্ষা। ডান দিকে ঝাঁপিয়ে বলটা আয়ত্বে নিতে হয়েছে তাকে। তাই গোল হজম করে প্রথমার্ধ বিরতিতে যাওয়া থেকে রক্ষা পায় আর্জেন্টিনা।

এই ম্যাচে আর্জেন্টিনার যে জয় চাই, তা বলাই বাহুল্য। কিন্তু মাঠের পারফর্ম্যান্সে তার ছাপ নেই মোটেও। ম্যাচটা জিততে হলে পারফর্ম্যান্সটাকে আমূলেই বদলে ফেলতে হবে দলকে। মেসিরা সেটা পারবেন কি না, তা সময়ই বলে দেবে। 

এই নিউজটি শেয়ার করুন

x

মহাগুরুত্বপূর্ণ গোলে আর্জেন্টিনাকে আশা দিলেন মেসি

প্রকাশের সময় : ০৮:৩৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২

স্পোর্টস ডেস্ক: সময় পেরিয়ে যাচ্ছিল। তথৈবচ প্রথমার্ধ শঙ্কাটা বাড়িয়েই যাচ্ছিল। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না আলবিসেলেস্তেরা। যে গোল না পেলে বিদায়ের খুব কাছেই চলে যাবে দল। এমন সব মুহূর্তে আর্জেন্টিনা যার দিকে তাকিয়ে থাকে, আজও ছিল তার দিকেই। অবশেষে লিওনেল মেসিই করলেন মহাগুরুত্বপূর্ণ সেই গোলটা। তাতে আর্জেন্টিনার আশার প্রদীপটাও জ্বলে রইল নিভু নিভু করে। বিস্তারিত আসছে…

আরও পড়ুন: প্রথমার্ধে গোল করতে পারল না আর্জেন্টিনা

ম্যাচটা আর্জেন্টিনার জন্য বাঁচা-মরার লড়াই। হারলে তো বটেই, ড্র করলেও বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথটা রুদ্ধ হয়ে যাবে রীতিমতো। সেই ম্যাচেই কি-না আর্জেন্টিনা খেলছে শেষ কয়েক বছরের সবচেয়ে বাজে ফুটবলটা! মেক্সিকোর বিপক্ষে প্রথমার্ধে তো গোল পায়ইনি আর্জেন্টিনা, সুযোগও তৈরি করতে পারেনি তেমন! তাতে আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের আশাটা ফিকে হয়ে আসছে ক্রমেই।

ম্যাচটাতে আর্জেন্টিনার যে জিততেই হবে, বিষয়টা প্রথমার্ধের খেলাতে অন্তত বোঝা যায়নি। শুরুর ৪৫ মিনিটে আর্জেন্টিনা যে গোলরক্ষক গিলের্মো ওচোয়াকে তেমন পরীক্ষাতেই ফেলতে পারেনি! শট নিয়েছে মোটে একটা, তাও সেটা হয়েছে লক্ষ্যভ্রষ্ট।

দুই দলই একটা করে পেয়েছে ফ্রি কিক, মেক্সিকো বক্সের ডান প্রান্তে পাওয়া ফ্রি কিকটা থেকে মেসির শট অনেকটা অনায়াসেই ঠেকিয়েছেন ওচোয়া। ওদিকে আর্জেন্টিনা বক্সের সামনে পাওয়া ফ্রি কিকটা একটু এদিক ওদিক হলে গোলই হয়ে যেতে পারত। এমিলিয়ানো মার্টিনেজ ছিলেন বলে রক্ষা। ডান দিকে ঝাঁপিয়ে বলটা আয়ত্বে নিতে হয়েছে তাকে। তাই গোল হজম করে প্রথমার্ধ বিরতিতে যাওয়া থেকে রক্ষা পায় আর্জেন্টিনা।

এই ম্যাচে আর্জেন্টিনার যে জয় চাই, তা বলাই বাহুল্য। কিন্তু মাঠের পারফর্ম্যান্সে তার ছাপ নেই মোটেও। ম্যাচটা জিততে হলে পারফর্ম্যান্সটাকে আমূলেই বদলে ফেলতে হবে দলকে। মেসিরা সেটা পারবেন কি না, তা সময়ই বলে দেবে।