ঢাকা , শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিচ্ছেদ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০১:৪০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
  • / ৭৫ বার পড়া হয়েছে

             …মো.শাহনূর খান আলমগীর

তুমি বলেছিলে রাতের চাঁদ অনেক সুন্দর
আমি ভেবেছিলাম তুমি জোসনায় ভাসতে চাও
তুমি বলেছিলে আকাশের মেঘ করেছে কাল
আমি ভেবেছিলাম তোমার মন নেই ভাল
তুমি বলেছিলে চুলগুলো উড়ছে কেন বাতাসে,
আমি ভেবেছিলাম তুমি মিশতে চাও আমার নিশ্বাসে
তুমি বলেছিলে বিকেলটাকে সন্ধ্যা গিলে ফেলছে,
আমি ভেবেছিলাম সেই ভয়ে তুমি আমার স্পর্শ চাচ্ছো
তুমি বলেছিলে অন্ধকারে হাটতে ভয় পাও,
আমি ভেবেছিলাম আমাকে তুমি জড়িয়ে রাখতে চাও
তুমি বলেছিলে সমুদ্রের জলে যাবে,
আমি ভেবেছিলাম আমার হাত ধরে সমুদ্রে হাটতে চাও
তুমি বলেছিলে সাদা রং তোমার প্রিয়
আমি ভেবেছিলাম তোমার কোন কষ্ট নেই,
তুমি বলেছিলে কেমিস্ট্রি তোমার ভালো লাগেনা,
আমি ভেবেছিলাম তাহলে তোমার জন্য কবিতা লিখব
তুমি বলেছিলে আর কখনও দেখা হবে না,
আমি ভেবেছিলাম মিথ্যে বলছো
তুমি বলেছিলে তোমার ছায়ায় পা না মারাতে,
আমি ততোক্ষণে বুঝি গিয়েছিলাম আমি ফুরিয়ে গেছি কোন এক রাতে!
তুমি বলেছিলে তুমি আমায় কোনদিন ভালবাসনি,
আমি বুঝে গিয়েছিলাম,তুমি বিচ্ছেদ চাইছো।
তুমি বলেছিলে বিচ্ছেদের স্বাক্ষর দিতে আমি দেইনি, তাতেও তুমি থামনি
কাজীর কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের দিলে মামলা, আমি সব শেষে হিসেব কষে বুঝেছি তুমি মুক্তি চাইছো!
কোন একদিন আমাদের আবার দেখা হবে,
সেদিন তুমি বলবে, আমি ছাড়া তুমি নেই ভাল!

পাণ্ডলিপি/জলের শহর থেকে সংগৃহীত

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

x

বিচ্ছেদ

প্রকাশের সময় : ০১:৪০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩

             …মো.শাহনূর খান আলমগীর

তুমি বলেছিলে রাতের চাঁদ অনেক সুন্দর
আমি ভেবেছিলাম তুমি জোসনায় ভাসতে চাও
তুমি বলেছিলে আকাশের মেঘ করেছে কাল
আমি ভেবেছিলাম তোমার মন নেই ভাল
তুমি বলেছিলে চুলগুলো উড়ছে কেন বাতাসে,
আমি ভেবেছিলাম তুমি মিশতে চাও আমার নিশ্বাসে
তুমি বলেছিলে বিকেলটাকে সন্ধ্যা গিলে ফেলছে,
আমি ভেবেছিলাম সেই ভয়ে তুমি আমার স্পর্শ চাচ্ছো
তুমি বলেছিলে অন্ধকারে হাটতে ভয় পাও,
আমি ভেবেছিলাম আমাকে তুমি জড়িয়ে রাখতে চাও
তুমি বলেছিলে সমুদ্রের জলে যাবে,
আমি ভেবেছিলাম আমার হাত ধরে সমুদ্রে হাটতে চাও
তুমি বলেছিলে সাদা রং তোমার প্রিয়
আমি ভেবেছিলাম তোমার কোন কষ্ট নেই,
তুমি বলেছিলে কেমিস্ট্রি তোমার ভালো লাগেনা,
আমি ভেবেছিলাম তাহলে তোমার জন্য কবিতা লিখব
তুমি বলেছিলে আর কখনও দেখা হবে না,
আমি ভেবেছিলাম মিথ্যে বলছো
তুমি বলেছিলে তোমার ছায়ায় পা না মারাতে,
আমি ততোক্ষণে বুঝি গিয়েছিলাম আমি ফুরিয়ে গেছি কোন এক রাতে!
তুমি বলেছিলে তুমি আমায় কোনদিন ভালবাসনি,
আমি বুঝে গিয়েছিলাম,তুমি বিচ্ছেদ চাইছো।
তুমি বলেছিলে বিচ্ছেদের স্বাক্ষর দিতে আমি দেইনি, তাতেও তুমি থামনি
কাজীর কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের দিলে মামলা, আমি সব শেষে হিসেব কষে বুঝেছি তুমি মুক্তি চাইছো!
কোন একদিন আমাদের আবার দেখা হবে,
সেদিন তুমি বলবে, আমি ছাড়া তুমি নেই ভাল!

পাণ্ডলিপি/জলের শহর থেকে সংগৃহীত