ঢাকা , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :
বিজয়নগর উপজেলা নাগরিক ফোরামের আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজয়নগরে লিচু বাগানে গাছের নিচে বস্তাভর্তি গাঁজা উদ্ধার নবীনগরে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের প্রাণ গেল ২৫ ইঞ্চি জীবিত কেঁচো মিললো পেটে বিভাগীয় ইনোভেশন শোকেসিংয়ে নবীনগর উপজেলা দ্বিতীয় কুলাউড়ায় স্ত্রী’কে অমানুষিক নির্যাতনের অভিযোগে স্বামী কারাগারে দাম কমিয়ে ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রির ঘোষণা দিলেন খলিল মনোহরদীতে হাফেজ ছাত্রদের হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত বেলাবতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় শ্রীমঙ্গলে সরকারী জমি দখলের প্রতিবাদ করায় এলাকাবাসীর ওপর চাঁদাবাজির মামলা; সাংবাদিকদের ওপর চড়াও ডলি

দুধের গোসলের মধ্যে দিয়ে রাজনীতির ইতি টানলেন ছাত্রলীগ নেতা

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০১:১৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
  • ৬৪৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি, প্রতিদিনের পোস্ট || দুধের গোসলের মধ্যে দিয়ে রাজনীতির ইতি টানলেন ছাত্রলীগ নেতা।

দীর্ঘ ১২ বছর পর ঘোষণা করা হয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি। কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতির ইতি টানলেন ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদ।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে আরমিন নিজের ফেসবুকে পোস্ট করেন দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও। মুহূর্তের মধ্যেই সেটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, বুধবার ঘোষিত হওয়া এই কমিটি গঠন নিয়ে কাঁদা ছোড়াছুঁড়ি চলছে ফেসবুকে পক্ষে-বিপক্ষে। এছাড়াও পদ বঞ্চিত একটি অংশ কমিটি বাতিল চেয়ে আজ বিকেলে পাকুন্দিয়া পৌর সদর বাজারে বিক্ষোভ মিছিল করেছে।

এদিকে, ছাত্রলীগ নেতা আরমিন আহমেদ তার ফেসবুক পোস্টে লেখেন, ‘১২ বছর ছাত্রলীগ থেকে আমার অর্জন ৭টি মামলার আসামি, গত ১ বছর পুলিশের হয়রানি। পঙ্গু, শূন্য পকেটে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলাম।’

পোস্টে তিনি আরও লেখেন, ‘ছাত্রদল থেকে আগত, বিএনপি পরিবার থেকে আগত কারো কাছে আত্মসমর্পণের চেয়ে, বেটার সিদ্ধান্ত বিদায় নেওয়া। রাজনীতিটা বুক দিয়ে নয়, আবেগ দিয়ে করেছি। আবেগে কখনোই ভেজালের স্থান নেই।’

এ বিষয়ে ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদ প্রতিদিনের পোস্টকে বলেন, রাজনীতি করতে পারব না ছাত্রদল থেকে আসা সভাপতির পদ পাওয়া ব্যক্তির পেছনে। সিনিয়রদের কমিটিতে রাখা হয়নি বয়সের কারণে। ঘোষিত কমিটিতে আমিই সবার সিনিয়র। সভাপতি করা হলে আমাকে করা হবে। আমি কোন পদের প্রার্থী তা না জিজ্ঞেস করেই ফেসবুকে কমিটি ঘোষণা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি দুঃখে দুধ দিয়ে গোসল করে ইতি টানলাম ছাত্র রাজনীতির। তবে পদত্যাগ করিনি। যদি কমিটি পুনর্গঠন করা হয়, তাহলে ছাত্র রাজনীতিতে ফিরে আসব আমি।’

Facebook Comments Box
জনপ্রিয়

বিজয়নগর উপজেলা নাগরিক ফোরামের আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুধের গোসলের মধ্যে দিয়ে রাজনীতির ইতি টানলেন ছাত্রলীগ নেতা

প্রকাশের সময় : ০১:১৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি, প্রতিদিনের পোস্ট || দুধের গোসলের মধ্যে দিয়ে রাজনীতির ইতি টানলেন ছাত্রলীগ নেতা।

দীর্ঘ ১২ বছর পর ঘোষণা করা হয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি। কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতির ইতি টানলেন ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদ।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে আরমিন নিজের ফেসবুকে পোস্ট করেন দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও। মুহূর্তের মধ্যেই সেটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, বুধবার ঘোষিত হওয়া এই কমিটি গঠন নিয়ে কাঁদা ছোড়াছুঁড়ি চলছে ফেসবুকে পক্ষে-বিপক্ষে। এছাড়াও পদ বঞ্চিত একটি অংশ কমিটি বাতিল চেয়ে আজ বিকেলে পাকুন্দিয়া পৌর সদর বাজারে বিক্ষোভ মিছিল করেছে।

এদিকে, ছাত্রলীগ নেতা আরমিন আহমেদ তার ফেসবুক পোস্টে লেখেন, ‘১২ বছর ছাত্রলীগ থেকে আমার অর্জন ৭টি মামলার আসামি, গত ১ বছর পুলিশের হয়রানি। পঙ্গু, শূন্য পকেটে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলাম।’

পোস্টে তিনি আরও লেখেন, ‘ছাত্রদল থেকে আগত, বিএনপি পরিবার থেকে আগত কারো কাছে আত্মসমর্পণের চেয়ে, বেটার সিদ্ধান্ত বিদায় নেওয়া। রাজনীতিটা বুক দিয়ে নয়, আবেগ দিয়ে করেছি। আবেগে কখনোই ভেজালের স্থান নেই।’

এ বিষয়ে ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদ প্রতিদিনের পোস্টকে বলেন, রাজনীতি করতে পারব না ছাত্রদল থেকে আসা সভাপতির পদ পাওয়া ব্যক্তির পেছনে। সিনিয়রদের কমিটিতে রাখা হয়নি বয়সের কারণে। ঘোষিত কমিটিতে আমিই সবার সিনিয়র। সভাপতি করা হলে আমাকে করা হবে। আমি কোন পদের প্রার্থী তা না জিজ্ঞেস করেই ফেসবুকে কমিটি ঘোষণা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি দুঃখে দুধ দিয়ে গোসল করে ইতি টানলাম ছাত্র রাজনীতির। তবে পদত্যাগ করিনি। যদি কমিটি পুনর্গঠন করা হয়, তাহলে ছাত্র রাজনীতিতে ফিরে আসব আমি।’

Facebook Comments Box