ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বাসরের ফুল না শুকাতেই নববধূ খুন, ভারতে পালানোর সময় স্বামী গ্রেফতার

মো. আলমগীর খন্দকার
  • প্রকাশের সময় : ০৫:৫৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
  • / ২৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নববধূকে গলা কেটে হত্যাকাণ্ডের ১২ ঘন্টার মধ্যেই প্রধান আসামি ঘাতক স্বামী আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে আখাউড়া উপজেলার বড়মুড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আখাউড়া থানা পুলিশ হামিদকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুল হামিদ (২৮) উপজেলার দক্ষিণ ইউনিয়নের হিরাপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

জানা যায়, গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) আখাউড়া উপজেলার হীরাপুর গ্রামের আব্দুল লতিফ মিয়ার সৌদিআরব ফেরত ছেলে আব্দুল হামিদের সাথে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব এলাকার আব্দুর রাজ্জাক মিয়ার মেয়ে তাসলিমার বিয়ে হয়। পরে বিয়ের মাত্র ৪ দিন পর মঙ্গলবার দুপুরে ধারালো ছুরি দিয়ে নববধূ তাসলিমাকে গলা কেটে হত্যা করে হামিদ পালিয়ে যান। এ ঘটনায় নিহত তাসলিমার ভাই আব্দুল কুদ্দুস রাতেই বাদী হয়ে আব্দুল হামিদকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, ঘাতক স্বামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তার জবানবন্দি নেওয়া হচ্ছে। স্ত্রী টিকটক ভিডিও করতো, বিভিন্ন যায়গা থেকে ফোন আসতো। মোবাইল ব্যবহার করা নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া হয় স্বামীর। এর জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

x

বাসরের ফুল না শুকাতেই নববধূ খুন, ভারতে পালানোর সময় স্বামী গ্রেফতার

প্রকাশের সময় : ০৫:৫৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নববধূকে গলা কেটে হত্যাকাণ্ডের ১২ ঘন্টার মধ্যেই প্রধান আসামি ঘাতক স্বামী আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে আখাউড়া উপজেলার বড়মুড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আখাউড়া থানা পুলিশ হামিদকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুল হামিদ (২৮) উপজেলার দক্ষিণ ইউনিয়নের হিরাপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

জানা যায়, গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) আখাউড়া উপজেলার হীরাপুর গ্রামের আব্দুল লতিফ মিয়ার সৌদিআরব ফেরত ছেলে আব্দুল হামিদের সাথে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব এলাকার আব্দুর রাজ্জাক মিয়ার মেয়ে তাসলিমার বিয়ে হয়। পরে বিয়ের মাত্র ৪ দিন পর মঙ্গলবার দুপুরে ধারালো ছুরি দিয়ে নববধূ তাসলিমাকে গলা কেটে হত্যা করে হামিদ পালিয়ে যান। এ ঘটনায় নিহত তাসলিমার ভাই আব্দুল কুদ্দুস রাতেই বাদী হয়ে আব্দুল হামিদকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, ঘাতক স্বামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তার জবানবন্দি নেওয়া হচ্ছে। স্ত্রী টিকটক ভিডিও করতো, বিভিন্ন যায়গা থেকে ফোন আসতো। মোবাইল ব্যবহার করা নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া হয় স্বামীর। এর জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।