ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

“বিএনপি আগুনের খেলা খেলছে:ওবায়দুল কাদের”

রিপু
  • প্রকাশের সময় : ০২:৫১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • / ৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিএনপি আগুনের খেলা খেলছে:ওবায়দুল কাদের|

বিএনপি আন্দোলনের নামে নাশকতা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার বিকেলে শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আন্দোলনের নামে নাশকতা শুরু করেছে। পুলিশের ওপর হামলা ও বাস পোড়াচ্ছে। বিএনপি আগুনের খেলা খেলছে। গতকাল দেশের জনগণের কষ্টের ট্যাক্সের টাকায় কেনা সরকারি বিআরটিসি বাস পুড়িয়ে দিয়েছে। তাই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের খেলা হবে।’

তিনি বলেন, ‘সরকারের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমাদের শেরপুরের জনতা প্রস্তুত হয়ে যান। বিএনপির বিরুদ্ধে খেলা হবে। তাদের করা আঘাতের প্রতিরোধ করতে হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি। আমরা বাংলাদেশকে আরও স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব।’

এর আগে দুপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

কৃষিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন, রাস্তাঘাট করেছেন। আজকে আমাদের দিকে সারাবিশ্ব বিস্ময় নজরে তাকিয়ে আছে। আমাদের দেশকে নিয়ে যারা বলেছিল বাংলাদেশ হবে দুর্ভিক্ষের দেশ, তারা এখন এই উন্নত বাংলাদেশে বসবাস করেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে কখনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না। জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ বিশ্বের সব উন্নত দেশেই যে সরকার ক্ষমতায় থাকে তাদের অধীনেই নির্বাচন হয়। কাজেই বাংলাদেশেও বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে প্রগতিশীল দল হিসেবে আওয়ামী লীগ তা প্রতিহত করবে।’

সম্মেলনে শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিকের সভাপতিত্বে সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি ও রেমন্ড আরেং, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক চাঁনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

x

“বিএনপি আগুনের খেলা খেলছে:ওবায়দুল কাদের”

প্রকাশের সময় : ০২:৫১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিএনপি আগুনের খেলা খেলছে:ওবায়দুল কাদের|

বিএনপি আন্দোলনের নামে নাশকতা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার বিকেলে শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আন্দোলনের নামে নাশকতা শুরু করেছে। পুলিশের ওপর হামলা ও বাস পোড়াচ্ছে। বিএনপি আগুনের খেলা খেলছে। গতকাল দেশের জনগণের কষ্টের ট্যাক্সের টাকায় কেনা সরকারি বিআরটিসি বাস পুড়িয়ে দিয়েছে। তাই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের খেলা হবে।’

তিনি বলেন, ‘সরকারের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমাদের শেরপুরের জনতা প্রস্তুত হয়ে যান। বিএনপির বিরুদ্ধে খেলা হবে। তাদের করা আঘাতের প্রতিরোধ করতে হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি। আমরা বাংলাদেশকে আরও স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব।’

এর আগে দুপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

কৃষিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন, রাস্তাঘাট করেছেন। আজকে আমাদের দিকে সারাবিশ্ব বিস্ময় নজরে তাকিয়ে আছে। আমাদের দেশকে নিয়ে যারা বলেছিল বাংলাদেশ হবে দুর্ভিক্ষের দেশ, তারা এখন এই উন্নত বাংলাদেশে বসবাস করেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে কখনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না। জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ বিশ্বের সব উন্নত দেশেই যে সরকার ক্ষমতায় থাকে তাদের অধীনেই নির্বাচন হয়। কাজেই বাংলাদেশেও বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে প্রগতিশীল দল হিসেবে আওয়ামী লীগ তা প্রতিহত করবে।’

সম্মেলনে শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিকের সভাপতিত্বে সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি ও রেমন্ড আরেং, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক চাঁনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট