ঢাকা , বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

এহসানুল হক রিপন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:১৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
  • / ২৩৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর গৌতম পাড়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে গৌতম পাড়া বাজার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার নবাগত (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে। তিনি আরও বলেন মাদক কারবারি ও মাদক সেবনকারীর সাথে কোন আপোষ নেই। সামনে জাতীয় নির্বাচনকে লক্ষ রেখে আমাদের কাজ করতে হবে। বিশেষ করে যারা সমাজে ন্যায় বিচার করবে তাদের প্রতি ছালাম আর যারা বিচারকের নামে জামেলা বা ফ্যাসাধ লাগানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিবেন পুলিশ। উপস্থিত জনতাকে বলেন আপনারা থানায় যাবেন, কারো কাছ থেকে টাকা নেওয়া হবে না। এ এস আই এনামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক এহসানুল হক রিপন, এস আই জাহেদুল কাদের, এস আই মোশাররফ, মো : জসিম মোল্লা সাবেক মেম্বার, মো: খায়ের মোল্লা সাবেক মেম্বার, মোবারক মেম্বার ৬ নং ওয়ার্ড, আরাফাত হোসেন যুগ্ম আহবায়ক ইউনিয়ন যুবলীগ, এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবলীগের সভাপতি জীবন খন্দকার, সাধারণ সম্পাদক কামাল মিয়া, প্রমুখ।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

x

ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০২:১৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর গৌতম পাড়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে গৌতম পাড়া বাজার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার নবাগত (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে। তিনি আরও বলেন মাদক কারবারি ও মাদক সেবনকারীর সাথে কোন আপোষ নেই। সামনে জাতীয় নির্বাচনকে লক্ষ রেখে আমাদের কাজ করতে হবে। বিশেষ করে যারা সমাজে ন্যায় বিচার করবে তাদের প্রতি ছালাম আর যারা বিচারকের নামে জামেলা বা ফ্যাসাধ লাগানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিবেন পুলিশ। উপস্থিত জনতাকে বলেন আপনারা থানায় যাবেন, কারো কাছ থেকে টাকা নেওয়া হবে না। এ এস আই এনামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক এহসানুল হক রিপন, এস আই জাহেদুল কাদের, এস আই মোশাররফ, মো : জসিম মোল্লা সাবেক মেম্বার, মো: খায়ের মোল্লা সাবেক মেম্বার, মোবারক মেম্বার ৬ নং ওয়ার্ড, আরাফাত হোসেন যুগ্ম আহবায়ক ইউনিয়ন যুবলীগ, এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবলীগের সভাপতি জীবন খন্দকার, সাধারণ সম্পাদক কামাল মিয়া, প্রমুখ।