ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মো. আলমগীর খন্দকার
  • প্রকাশের সময় : ০৮:০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • / ৩৪ বার পড়া হয়েছে

মো. আলমগীর খন্দকার: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আদিবা আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১০ মার্চ) দুপুরের দিকে উপজেলার জিনোদপুর ইউনিয়ননের হুরুয়া গ্রামে এই ঘটনা ঘটে। শিশু আদিবা একই গ্রামের প্রবাসী নূর মোহাম্মদের মেয়ে। একমাত্র মেয়েকে হারিয়ে দিশেহারা বাবা, মা।

শিশুটির মামা রাজু জানান, শিশুটির মা ঘরে সকালের খাবারের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পাশে পুকুরে হাবিবাকে ভাসতে দেখেন দুজন প্রতিবেশী। পরে তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার উপ-পরিদর্শক (এস আই) আবু বক্কর সিদ্দিক প্রতিদিনের পোস্টকে জানান, উপজেলার জিনোদপুর ইউনিয়নের হুরুয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে দুই শিশুর লাশ হস্তান্তর করা হয়।

এই বিষয়ে থানায় একটু অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

x

নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৮:০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪

মো. আলমগীর খন্দকার: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আদিবা আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১০ মার্চ) দুপুরের দিকে উপজেলার জিনোদপুর ইউনিয়ননের হুরুয়া গ্রামে এই ঘটনা ঘটে। শিশু আদিবা একই গ্রামের প্রবাসী নূর মোহাম্মদের মেয়ে। একমাত্র মেয়েকে হারিয়ে দিশেহারা বাবা, মা।

শিশুটির মামা রাজু জানান, শিশুটির মা ঘরে সকালের খাবারের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পাশে পুকুরে হাবিবাকে ভাসতে দেখেন দুজন প্রতিবেশী। পরে তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার উপ-পরিদর্শক (এস আই) আবু বক্কর সিদ্দিক প্রতিদিনের পোস্টকে জানান, উপজেলার জিনোদপুর ইউনিয়নের হুরুয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে দুই শিশুর লাশ হস্তান্তর করা হয়।

এই বিষয়ে থানায় একটু অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।