ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

“ভয়ংকর খেলা হবে”

রিপু
  • প্রকাশের সময় : ০৫:৩৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
  • / ৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ভয়ংকর খেলা হবে|

লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার ‘খেলা হবে’। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ এই হুঁশিয়ারি জানিয়েছেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হবে বলেই আশা তার। সুকান্তকে পাল্টা উত্তর দিল তৃণমূল।

আজ শুক্রবার বারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় মিছিল করে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, ক্রমশ ওই এলাকায় আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। মারধর, লুটপাটের মতো নানা ঘটনা ঘটলেও পুলিশ সেভাবে সক্রিয় নয় বলে অভিযোগ বিজেপির। তারই প্রতিবাদে বারাকপুর সাংগঠনিক জেলার ডাকে বারাকপুর স্টেশন প্রাঙ্গন থেকে চিড়িয়ামোড় পর্যন্ত মিছিল করে। সেখানেই সভামঞ্চ থেকে সুকান্ত বলেন, ‌‌‘খেলা একপক্ষের হয় না। খেলা হবে দুপক্ষের। খেলা যখন হবে, তখন ভয়ংকর খেলা হবে। বারবার দিল্লিতে ডাকা হচ্ছে। দিল্লিতে আসুন না। ওখানে আসলে রিমোট কন্ট্রোল আপনাদের হাতে থাকবে।’

পঞ্চায়েত নির্বাচনের আগে অনুব্রত মণ্ডলের মতো সুকান্ত মজুমদারের হুঁশিয়ারিকে ভাল চোখে দেখছে না রাজ্যের নেতারা। বিজেপি রাজ্য সভাপতিকে পাল্টা জবাব দেন তৃণমূল সংসদ সদস্য। শান্তনু বলেন, ‘সুকান্ত জানেন আগামী নির্বাচনে বিজেপি কলকাতা থেকে হারিয়ে যাবে। তিনি নিজেও প্রাক্তন হয়ে যাবেন। মানসিক চাপ সামলাতে না পেরে এসব বলছেন তিনি।’

মহিলাদের জন্য রাজ্য সরকার একাধিক প্রকল্প ঘোষণা করেছে। তার মধ্যে অন্যতম ‘লক্ষ্মীর ভাণ্ডার’। এই প্রকল্পে রাজ্যের সাধারণ শ্রেণির মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা মাসিক ১ হাজার টাকা পান। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে ওই টাকা। তার ফলে রাজ্যের বহু মহিলা উপকৃত হন। এতকাল ধরে বহু বিজেপি নেতানেত্রীকে এই প্রকল্পের সমালোচনা করতে শোনা গিয়েছে। তবে সম্প্রতি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায় শোনা গিয়েছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের কথা। ক্ষমতায় আসলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে মাসে পাঁচশোর বদলে দু’হাজার টাকা এবং ন্যূনতম ১০ হাজার টাকা বেতনের চাকরি দেওয়া হবে বলেই আশ্বাস দেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এ দিনের প্রতিবাদ সভায় আরও একবার সেকথা জানান তিনি।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

x

“ভয়ংকর খেলা হবে”

প্রকাশের সময় : ০৫:৩৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ভয়ংকর খেলা হবে|

লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার ‘খেলা হবে’। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ এই হুঁশিয়ারি জানিয়েছেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হবে বলেই আশা তার। সুকান্তকে পাল্টা উত্তর দিল তৃণমূল।

আজ শুক্রবার বারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় মিছিল করে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, ক্রমশ ওই এলাকায় আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। মারধর, লুটপাটের মতো নানা ঘটনা ঘটলেও পুলিশ সেভাবে সক্রিয় নয় বলে অভিযোগ বিজেপির। তারই প্রতিবাদে বারাকপুর সাংগঠনিক জেলার ডাকে বারাকপুর স্টেশন প্রাঙ্গন থেকে চিড়িয়ামোড় পর্যন্ত মিছিল করে। সেখানেই সভামঞ্চ থেকে সুকান্ত বলেন, ‌‌‘খেলা একপক্ষের হয় না। খেলা হবে দুপক্ষের। খেলা যখন হবে, তখন ভয়ংকর খেলা হবে। বারবার দিল্লিতে ডাকা হচ্ছে। দিল্লিতে আসুন না। ওখানে আসলে রিমোট কন্ট্রোল আপনাদের হাতে থাকবে।’

পঞ্চায়েত নির্বাচনের আগে অনুব্রত মণ্ডলের মতো সুকান্ত মজুমদারের হুঁশিয়ারিকে ভাল চোখে দেখছে না রাজ্যের নেতারা। বিজেপি রাজ্য সভাপতিকে পাল্টা জবাব দেন তৃণমূল সংসদ সদস্য। শান্তনু বলেন, ‘সুকান্ত জানেন আগামী নির্বাচনে বিজেপি কলকাতা থেকে হারিয়ে যাবে। তিনি নিজেও প্রাক্তন হয়ে যাবেন। মানসিক চাপ সামলাতে না পেরে এসব বলছেন তিনি।’

মহিলাদের জন্য রাজ্য সরকার একাধিক প্রকল্প ঘোষণা করেছে। তার মধ্যে অন্যতম ‘লক্ষ্মীর ভাণ্ডার’। এই প্রকল্পে রাজ্যের সাধারণ শ্রেণির মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা মাসিক ১ হাজার টাকা পান। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে ওই টাকা। তার ফলে রাজ্যের বহু মহিলা উপকৃত হন। এতকাল ধরে বহু বিজেপি নেতানেত্রীকে এই প্রকল্পের সমালোচনা করতে শোনা গিয়েছে। তবে সম্প্রতি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায় শোনা গিয়েছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের কথা। ক্ষমতায় আসলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে মাসে পাঁচশোর বদলে দু’হাজার টাকা এবং ন্যূনতম ১০ হাজার টাকা বেতনের চাকরি দেওয়া হবে বলেই আশ্বাস দেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এ দিনের প্রতিবাদ সভায় আরও একবার সেকথা জানান তিনি।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট