ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মাঠে নেমে ৪৪ সেকেন্ডে গোল মুয়ানির

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৫১:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
  • / ১৮২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: ফ্রান্স জাতীয় দলের হয়ে এ নিয়ে চতুর্থবার মাঠে নামার সুযোগ পেয়েছেন। তাও খেলার ৭৯তম মিনিটে। বার্সা তারকা উসমান ডেম্বেলের পরিবর্তে কোচ দিদিয়ের দেশম র‌্যান্ডাল কোলো মুয়ানিকে মাঠে নামান।

মাঠে নামার সময় মুয়ানি ভাবতেও পারেননি ইতিহাসের পাতায় নাম তুলতে যাচ্ছেন তিনি। ডেম্বেলের পরিবর্তে মাঠে নেমে মাত্র ৪৪ মিনিট মাঠে কাটালেন। বলের টাচ তখনও পাননি।

এই ফাঁকে বক্সের সামনে থেকে বল নিয়ে দু’তিনজনকে কাটিয়ে প্রবেশ করেন কিলিয়ান এমবাপে। কয়েকজন ডিফেন্ডার সামনে থাকায় দুরহ কোন থেকে ক্রস করেন তিনি। একজন ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে যায় একেবারে ছোট বক্সে, ডানপ্রান্তে। সেখানেই পজিশন নিয়ে দাঁড়িয়েছিলেন সদ্য মাঠে নামান মুয়ানি।

মাঠে নামার পর প্রথম টাচ এই টাচটিই জড়িয়ে যায় মরক্কোর জালে। দলটির সেরা গোলরক্ষক ইয়াসিন বোনোর কোনো কিছুই করার ছিল না এই গোলে।

আন্তর্জাতিক ফুটবলে এই প্রথম ফ্রান্সের জার্সি গায়ে গোল করলেন এইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টের স্ট্রাইকার র‌্যান্ডাল কোলো মুয়ানি। তাও বিশ্বকাপের সেমিফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচে।

সে সঙ্গে একটি রেকর্ডেও নাম লিখে ফেললেন তিনি। পরিবর্তিত হিসেবে মাঠে নামার পর তৃতীয় দ্রুততম গোলটি করলেন মুয়ানি। পরিবর্তিত হিসেবে মাঠে নেমে সবচেয়ে দ্রুততম গোলটি করেন উরুগুয়ের রিচার্ড মোরালেস। ২০০২ বিশ্বকাপে সেনেগালের বিপক্ষে মাঠে নেমেই ১৬ সেকেন্ডের মধ্যে গোল করেন তিনি।

দ্বিতীয় দ্রুততম গোলটি করেন ডেনমার্কের ইবে সান্ডে। ১৯৯৮ বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে ২৬ সেকেন্ডের মাথায় গোল করেন তিনি। এবার র‌্যান্ডাল কোলো মুয়ানি গোল করেন ৪৪ সেকেন্ডে।

এই নিউজটি শেয়ার করুন

x

মাঠে নেমে ৪৪ সেকেন্ডে গোল মুয়ানির

প্রকাশের সময় : ০৯:৫১:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২

স্পোর্টস ডেস্ক: ফ্রান্স জাতীয় দলের হয়ে এ নিয়ে চতুর্থবার মাঠে নামার সুযোগ পেয়েছেন। তাও খেলার ৭৯তম মিনিটে। বার্সা তারকা উসমান ডেম্বেলের পরিবর্তে কোচ দিদিয়ের দেশম র‌্যান্ডাল কোলো মুয়ানিকে মাঠে নামান।

মাঠে নামার সময় মুয়ানি ভাবতেও পারেননি ইতিহাসের পাতায় নাম তুলতে যাচ্ছেন তিনি। ডেম্বেলের পরিবর্তে মাঠে নেমে মাত্র ৪৪ মিনিট মাঠে কাটালেন। বলের টাচ তখনও পাননি।

এই ফাঁকে বক্সের সামনে থেকে বল নিয়ে দু’তিনজনকে কাটিয়ে প্রবেশ করেন কিলিয়ান এমবাপে। কয়েকজন ডিফেন্ডার সামনে থাকায় দুরহ কোন থেকে ক্রস করেন তিনি। একজন ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে যায় একেবারে ছোট বক্সে, ডানপ্রান্তে। সেখানেই পজিশন নিয়ে দাঁড়িয়েছিলেন সদ্য মাঠে নামান মুয়ানি।

মাঠে নামার পর প্রথম টাচ এই টাচটিই জড়িয়ে যায় মরক্কোর জালে। দলটির সেরা গোলরক্ষক ইয়াসিন বোনোর কোনো কিছুই করার ছিল না এই গোলে।

আন্তর্জাতিক ফুটবলে এই প্রথম ফ্রান্সের জার্সি গায়ে গোল করলেন এইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টের স্ট্রাইকার র‌্যান্ডাল কোলো মুয়ানি। তাও বিশ্বকাপের সেমিফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচে।

সে সঙ্গে একটি রেকর্ডেও নাম লিখে ফেললেন তিনি। পরিবর্তিত হিসেবে মাঠে নামার পর তৃতীয় দ্রুততম গোলটি করলেন মুয়ানি। পরিবর্তিত হিসেবে মাঠে নেমে সবচেয়ে দ্রুততম গোলটি করেন উরুগুয়ের রিচার্ড মোরালেস। ২০০২ বিশ্বকাপে সেনেগালের বিপক্ষে মাঠে নেমেই ১৬ সেকেন্ডের মধ্যে গোল করেন তিনি।

দ্বিতীয় দ্রুততম গোলটি করেন ডেনমার্কের ইবে সান্ডে। ১৯৯৮ বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে ২৬ সেকেন্ডের মাথায় গোল করেন তিনি। এবার র‌্যান্ডাল কোলো মুয়ানি গোল করেন ৪৪ সেকেন্ডে।