ঢাকা , বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শরীয়তপুরে পানের দাম বেড়ে চারগুণ, চাষিদের মুখে হাসি

শরীয়তপুর জেলা প্রতিনিধি: প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১২:৩৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
  • / ২৫৭ বার পড়া হয়েছে

শরীয়তপুর জেলা প্রতিনিধি: প্রতিদিনের পোস্ট || শরীয়তপুরে পানের দাম বেড়ে চারগুণ, চাষিদের মুখে হাসি।

শরীয়তপুরে পাঁচ মাস আগেও যেখানে এক বিড়া (৮০টি) পান বিক্রি হতো ৫০-৬০ টাকায়, তার দাম বেড়ে এখন হয়েছে ২০০ টাকা। দাম বাড়ায় পানচাষিদের মুখে হাসি ফুটেছে।

খোঁজ নিয়ে জানা যায়, শরীয়তপুরে পাঁচ উপজেলায় পানচাষি রয়েছে প্রায় দেড় হাজার। তারা ট্রাকে করে পদ্মা সেতু পাড়ি দিয়ে সরাসরি পান বিক্রি করেন ঢাকার শ্যামবাজারে।

সদর উপজেলার পানচাষিন সাইফুল উদ্দিন প্রতিদিনের পোস্টকে জানান, পাঁচ মাস আগেও তারা ভালো দামে পান বিক্রি করতে পারেননি। তবে একমাস ধরে বাজারে ঊর্ধ্বমুখী পানের দাম। মূলত শীত আসার পর থেকে বেড়েছে পানের দাম।

ওই এলাকার মাহবুব জনি জানান, তিনি পানচাষ করেছেন ২০ শতক জমিতে। সবমিলিয়ে খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকার মতো। দাম এরকম চড়া থাকলে ভালো লাভের আশা করছেন তিনি।

জনি আরও বলেন, ‘গত সপ্তাহে ঢাকা শ্যামবাজার ২০৯ বিড়া পান বিক্রি করেছি। প্রতি বিড়া ১৯০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হয়েছে।’

পানচাষি সাজিদ জানান, পানচাষ করতে প্রয়োজন হয় পাটখড়ি, বাঁশের চটি, বন (উলু), সুতা, সার, কীটনাশক, ওষুধ, সরিষার খৈল ও মাটি। এতে বছরে প্রতি শতকে খরচ হয় প্রায় সাড়ে সাত হাজার টাকা। বর্তমানে পানের ভালো দাম পাওয়ায় পান চাষ লাভজনক।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, শরীয়তপুরে এবছর ৪৮৭ হেক্টর জমিতে পানের আবাদ করা হয়েছে। এরমধ্যে গোঁসাইরহাটে ৩৫৬, ডামুড্যায় ১১, ভেদরগঞ্জে ৪৫, সদরে ৩৪ ও নড়িয়া উপজেলায় ৪১ হেক্টর জমিতে পানের আবাদ করা হয়েছে। মিষ্টি, সাঁচি, চালতা ফুলি, গোটা, বাংলা ও গাছ পানের চাষ করা হয় এ জেলায়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামার বাড়ি) উপ-পরিচালক মতলুবর রহমান বলেন, আগে বিদেশের বাজারে দেশীয় পানের অনেক চাহিদা ছিল। কিন্তু বর্তমানে চাহিদা কম। তবে শীতে শরীয়তপুর ও ঢাকায় পানের দাম বেড়েছে। পানচাষিরা ভালো দাম পেয়ে খুশি।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

x

শরীয়তপুরে পানের দাম বেড়ে চারগুণ, চাষিদের মুখে হাসি

প্রকাশের সময় : ১২:৩৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২

শরীয়তপুর জেলা প্রতিনিধি: প্রতিদিনের পোস্ট || শরীয়তপুরে পানের দাম বেড়ে চারগুণ, চাষিদের মুখে হাসি।

শরীয়তপুরে পাঁচ মাস আগেও যেখানে এক বিড়া (৮০টি) পান বিক্রি হতো ৫০-৬০ টাকায়, তার দাম বেড়ে এখন হয়েছে ২০০ টাকা। দাম বাড়ায় পানচাষিদের মুখে হাসি ফুটেছে।

খোঁজ নিয়ে জানা যায়, শরীয়তপুরে পাঁচ উপজেলায় পানচাষি রয়েছে প্রায় দেড় হাজার। তারা ট্রাকে করে পদ্মা সেতু পাড়ি দিয়ে সরাসরি পান বিক্রি করেন ঢাকার শ্যামবাজারে।

সদর উপজেলার পানচাষিন সাইফুল উদ্দিন প্রতিদিনের পোস্টকে জানান, পাঁচ মাস আগেও তারা ভালো দামে পান বিক্রি করতে পারেননি। তবে একমাস ধরে বাজারে ঊর্ধ্বমুখী পানের দাম। মূলত শীত আসার পর থেকে বেড়েছে পানের দাম।

ওই এলাকার মাহবুব জনি জানান, তিনি পানচাষ করেছেন ২০ শতক জমিতে। সবমিলিয়ে খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকার মতো। দাম এরকম চড়া থাকলে ভালো লাভের আশা করছেন তিনি।

জনি আরও বলেন, ‘গত সপ্তাহে ঢাকা শ্যামবাজার ২০৯ বিড়া পান বিক্রি করেছি। প্রতি বিড়া ১৯০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হয়েছে।’

পানচাষি সাজিদ জানান, পানচাষ করতে প্রয়োজন হয় পাটখড়ি, বাঁশের চটি, বন (উলু), সুতা, সার, কীটনাশক, ওষুধ, সরিষার খৈল ও মাটি। এতে বছরে প্রতি শতকে খরচ হয় প্রায় সাড়ে সাত হাজার টাকা। বর্তমানে পানের ভালো দাম পাওয়ায় পান চাষ লাভজনক।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, শরীয়তপুরে এবছর ৪৮৭ হেক্টর জমিতে পানের আবাদ করা হয়েছে। এরমধ্যে গোঁসাইরহাটে ৩৫৬, ডামুড্যায় ১১, ভেদরগঞ্জে ৪৫, সদরে ৩৪ ও নড়িয়া উপজেলায় ৪১ হেক্টর জমিতে পানের আবাদ করা হয়েছে। মিষ্টি, সাঁচি, চালতা ফুলি, গোটা, বাংলা ও গাছ পানের চাষ করা হয় এ জেলায়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামার বাড়ি) উপ-পরিচালক মতলুবর রহমান বলেন, আগে বিদেশের বাজারে দেশীয় পানের অনেক চাহিদা ছিল। কিন্তু বর্তমানে চাহিদা কম। তবে শীতে শরীয়তপুর ও ঢাকায় পানের দাম বেড়েছে। পানচাষিরা ভালো দাম পেয়ে খুশি।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট