ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শৈলকুপা আঞ্চলিক কথা কওয়া গুষ্টির” উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৩:৫১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
  • / ২১২ বার পড়া হয়েছে

ছবি: প্রতিদিনের পোস্ট

ঝিনাইদহ প্রতিনিধি, প্রতিদিনের পোস্ট || শৈলকুপা আঞ্চলিক কথা কওয়া গুষ্টির” উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

গত ৪ দিন ধরে ঝিনাইদহে সূর্যের দেখা মিলছে না। প্রচণ্ড শীত সাথে যোগ হয়েছে হিমালয় থেকে আসা কনকনে ঠান্ডা বাতাস। এতে করে চরম মানবেতর জীবন যাপন করছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন।

 গরীব অসহায় ও হতদরিদ্র মানুষের শীতের কষ্ট লাঘব করার জন্য আজ সকালে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাস স্টাণ্ডের পাশে চণ্ডিপুর ” আব্দুল কাদের (রা.) দারুসসালাম মাদ্রাসা এতিম খানা ও লিল্লাহ বোডিং” এ এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বোল বিতরণ করা হয়। 

“শোলকুপা আঞ্চলিক কতা কওয়া গুষ্টির” অন্যতম পরিচালক মানবিক মানুষ ও যুবনেতা প্রবাসী মেহেদী হাসান ভাইয়ের আর্থিক সাহায্যে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, গাড়াগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও “শোলকুপা আঞ্চলিক কতা কওয়া গুষ্টির” প্রধান পরামর্শক মোঃ ইব্রাহিম খলিল এসময় আরো উপস্থিত ছিলেন, শৈলকুপা পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম, শোলকুপা আঞ্চলিক কতা কওয়া গুষ্টির সদস্য ও পরিচালক গণ।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

x

শৈলকুপা আঞ্চলিক কথা কওয়া গুষ্টির” উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশের সময় : ০৩:৫১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩

ঝিনাইদহ প্রতিনিধি, প্রতিদিনের পোস্ট || শৈলকুপা আঞ্চলিক কথা কওয়া গুষ্টির” উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

গত ৪ দিন ধরে ঝিনাইদহে সূর্যের দেখা মিলছে না। প্রচণ্ড শীত সাথে যোগ হয়েছে হিমালয় থেকে আসা কনকনে ঠান্ডা বাতাস। এতে করে চরম মানবেতর জীবন যাপন করছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন।

 গরীব অসহায় ও হতদরিদ্র মানুষের শীতের কষ্ট লাঘব করার জন্য আজ সকালে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাস স্টাণ্ডের পাশে চণ্ডিপুর ” আব্দুল কাদের (রা.) দারুসসালাম মাদ্রাসা এতিম খানা ও লিল্লাহ বোডিং” এ এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বোল বিতরণ করা হয়। 

“শোলকুপা আঞ্চলিক কতা কওয়া গুষ্টির” অন্যতম পরিচালক মানবিক মানুষ ও যুবনেতা প্রবাসী মেহেদী হাসান ভাইয়ের আর্থিক সাহায্যে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, গাড়াগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও “শোলকুপা আঞ্চলিক কতা কওয়া গুষ্টির” প্রধান পরামর্শক মোঃ ইব্রাহিম খলিল এসময় আরো উপস্থিত ছিলেন, শৈলকুপা পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম, শোলকুপা আঞ্চলিক কতা কওয়া গুষ্টির সদস্য ও পরিচালক গণ।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট