ঢাকা , মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
‘অনুমতি ছাড়া জন্ম দেয়ায়’ মা-বাবার বিরুদ্ধে মামলা! সুদের চক্রে ফেঁসে বিষপানে জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার আত্মহত্যা সিএজি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলাবতে আলোচনা সভা অনুষ্ঠিত এসএসসির ফলাফলে শতভাগ পাসসহ বেলাব উপজেলায় ১ম বারৈচা বালিকা উচ্চবিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়ায় এসএসসির ফলাফলে মেয়েকে ছাড়িয়ে গেলেন ৪৪ বছর বয়সী মেম্বার মা আমি যদি নির্বাচিত হই, সদর দক্ষিণের সকল প্রকার চাঁদাবাজী বন্ধ করবো : ইঞ্জি: রিপন শিবপুরে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে গায়ক পিয়ালসহ দুই জনের প্রাণ গেল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা থেকে ২০৪১ এর স্মার্ট ও উন্নত বাংলাদেশের সূচনা হবে: আক্তারুজ্জামান রিপন কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড আলফাডাঙ্গার কয়েকটি গ্রাম

“৩২ একর জমির মালিক বানর”

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৮:১৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • / ১৯৮ বার পড়া হয়েছে

ফিচার ডেস্ক।। “৩২ একর জমির মালিক বানর”।

সামান্য জমি দখলের জন্য মানুষ মারামারি করে বেড়ায়, সেখানে বানরের নামে জমি লিখে দেওয়ার ঘটনা বিরল। অবিশ্বাস হলেও এমনটাই হয়েছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের ওসমানাবাদ জেলায় অবস্থিত। গ্রামের নাম উপলা। সেখানকার বাসিন্দা বানরের বসবাসের জন্য ৩২ একর জমি দান করেছে।

বাসিন্দা বানরের বসবাসের জন্য ৩২ একর জমি দান করেছে

উপলা গ্রামে এখন ছুটে বেড়ায় বানরেরা। তাই গ্রামটি বানরের গ্রাম নামেই বেশ পরিচিত। বহু বছর ধরে ঐ গ্রাম এবং এর আশপাশে ও এর পাশের জঙ্গলে বানরেরা দল বেঁধে বসবাস করে। সেখানে বানরের নামে আনুষ্ঠানিকভাবে জমি লিখে দেন গ্রামবাসী। গ্রামটির পঞ্চায়েতপ্রধান বাপ্পা পাডওয়ালের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, গ্রামের পঞ্চায়েত ৩২ একর জমি বানরদের নামে রেজিস্ট্রি করে দিয়েছে।

বাপ্পা পাডওয়াল আরো জানান, গ্রামবাসীর সঙ্গে বানরগুলোর মধুর সম্পর্ক রয়েছে। খুদা পেলেই বন ছেড়ে বানরেরা বাড়ির দরজায় হাজির হয়। তখন বানরগুলোকে খাবার দেওয়া হয়। গ্রামে বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠানেও বানরদের খাবারের ব্যবস্থা থাকে। এমনকি উপহারও দেওয়া হয়। এটাই গ্রামের রীতি। বছরের পর বছর ধরে এই রীতি চলে আসছে। গ্রামটিতে এখন বানরের সংখ্যা প্রায় ১০০। আগে আরো বানরের বসবাস ছিল।

বন বিভাগ জানায়, বানরের জন্য রেজিস্ট্রি করা জমির উপর গাছ লাগানো হয়েছে। তাদের নিরাপত্তার খাতিরে সব ব্যবস্থা নেয়া হয়েছে। সেখানে একটি বাড়িও রয়েছে। তবে তা পরিত্যক্ত। পরিত্যক্ত হলেও সেখানে দল বেধে থাকতে পারে বানরেরা।

এই নিউজটি শেয়ার করুন

x

“৩২ একর জমির মালিক বানর”

প্রকাশের সময় : ০৮:১৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২

ফিচার ডেস্ক।। “৩২ একর জমির মালিক বানর”।

সামান্য জমি দখলের জন্য মানুষ মারামারি করে বেড়ায়, সেখানে বানরের নামে জমি লিখে দেওয়ার ঘটনা বিরল। অবিশ্বাস হলেও এমনটাই হয়েছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের ওসমানাবাদ জেলায় অবস্থিত। গ্রামের নাম উপলা। সেখানকার বাসিন্দা বানরের বসবাসের জন্য ৩২ একর জমি দান করেছে।

বাসিন্দা বানরের বসবাসের জন্য ৩২ একর জমি দান করেছে

উপলা গ্রামে এখন ছুটে বেড়ায় বানরেরা। তাই গ্রামটি বানরের গ্রাম নামেই বেশ পরিচিত। বহু বছর ধরে ঐ গ্রাম এবং এর আশপাশে ও এর পাশের জঙ্গলে বানরেরা দল বেঁধে বসবাস করে। সেখানে বানরের নামে আনুষ্ঠানিকভাবে জমি লিখে দেন গ্রামবাসী। গ্রামটির পঞ্চায়েতপ্রধান বাপ্পা পাডওয়ালের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, গ্রামের পঞ্চায়েত ৩২ একর জমি বানরদের নামে রেজিস্ট্রি করে দিয়েছে।

বাপ্পা পাডওয়াল আরো জানান, গ্রামবাসীর সঙ্গে বানরগুলোর মধুর সম্পর্ক রয়েছে। খুদা পেলেই বন ছেড়ে বানরেরা বাড়ির দরজায় হাজির হয়। তখন বানরগুলোকে খাবার দেওয়া হয়। গ্রামে বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠানেও বানরদের খাবারের ব্যবস্থা থাকে। এমনকি উপহারও দেওয়া হয়। এটাই গ্রামের রীতি। বছরের পর বছর ধরে এই রীতি চলে আসছে। গ্রামটিতে এখন বানরের সংখ্যা প্রায় ১০০। আগে আরো বানরের বসবাস ছিল।

বন বিভাগ জানায়, বানরের জন্য রেজিস্ট্রি করা জমির উপর গাছ লাগানো হয়েছে। তাদের নিরাপত্তার খাতিরে সব ব্যবস্থা নেয়া হয়েছে। সেখানে একটি বাড়িও রয়েছে। তবে তা পরিত্যক্ত। পরিত্যক্ত হলেও সেখানে দল বেধে থাকতে পারে বানরেরা।