ঢাকা , রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
পাটগ্রাম উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে রেজওয়ানা পারভীন (সুমি) ৬০ বছরের বৃদ্ধের দ্বারা ৭ বছরের শিশুর ধর্ষণ সিলেট বিভাগের শ্রেষ্ঠ এস আই সুব্রত দাস ভারতের লোকসভার বিরোধী দলের নেতা অধীর চৌধুরী বহরমপুর কেন্দ্রের মনোনয়ন দাখিল তাপপ্রবাহে বেশি ঝুঁকিতে শিশুরা : ইউনিসেফ নরসিংদীতে বৃষ্টির জন্য নামাজ ও দুহাত তুলে ফরিয়াদ জানিয়েছে হাজারো মুসল্লি শায়েস্তাগঞ্জে ১৫শ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত নওগাঁয় ভাইয়ের বিরুদ্ধে ৫ বোনের সংবাদ সম্মেলন আলফাডাঙ্গায় অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করায় ট্রলি ব্যবসায়ীকে জরিমানা নবীগঞ্জে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

“৩২ একর জমির মালিক বানর”

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৮:১৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • / ১৮৮ বার পড়া হয়েছে

ফিচার ডেস্ক।। “৩২ একর জমির মালিক বানর”।

সামান্য জমি দখলের জন্য মানুষ মারামারি করে বেড়ায়, সেখানে বানরের নামে জমি লিখে দেওয়ার ঘটনা বিরল। অবিশ্বাস হলেও এমনটাই হয়েছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের ওসমানাবাদ জেলায় অবস্থিত। গ্রামের নাম উপলা। সেখানকার বাসিন্দা বানরের বসবাসের জন্য ৩২ একর জমি দান করেছে।

বাসিন্দা বানরের বসবাসের জন্য ৩২ একর জমি দান করেছে

উপলা গ্রামে এখন ছুটে বেড়ায় বানরেরা। তাই গ্রামটি বানরের গ্রাম নামেই বেশ পরিচিত। বহু বছর ধরে ঐ গ্রাম এবং এর আশপাশে ও এর পাশের জঙ্গলে বানরেরা দল বেঁধে বসবাস করে। সেখানে বানরের নামে আনুষ্ঠানিকভাবে জমি লিখে দেন গ্রামবাসী। গ্রামটির পঞ্চায়েতপ্রধান বাপ্পা পাডওয়ালের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, গ্রামের পঞ্চায়েত ৩২ একর জমি বানরদের নামে রেজিস্ট্রি করে দিয়েছে।

বাপ্পা পাডওয়াল আরো জানান, গ্রামবাসীর সঙ্গে বানরগুলোর মধুর সম্পর্ক রয়েছে। খুদা পেলেই বন ছেড়ে বানরেরা বাড়ির দরজায় হাজির হয়। তখন বানরগুলোকে খাবার দেওয়া হয়। গ্রামে বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠানেও বানরদের খাবারের ব্যবস্থা থাকে। এমনকি উপহারও দেওয়া হয়। এটাই গ্রামের রীতি। বছরের পর বছর ধরে এই রীতি চলে আসছে। গ্রামটিতে এখন বানরের সংখ্যা প্রায় ১০০। আগে আরো বানরের বসবাস ছিল।

বন বিভাগ জানায়, বানরের জন্য রেজিস্ট্রি করা জমির উপর গাছ লাগানো হয়েছে। তাদের নিরাপত্তার খাতিরে সব ব্যবস্থা নেয়া হয়েছে। সেখানে একটি বাড়িও রয়েছে। তবে তা পরিত্যক্ত। পরিত্যক্ত হলেও সেখানে দল বেধে থাকতে পারে বানরেরা।

এই নিউজটি শেয়ার করুন

x

“৩২ একর জমির মালিক বানর”

প্রকাশের সময় : ০৮:১৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২

ফিচার ডেস্ক।। “৩২ একর জমির মালিক বানর”।

সামান্য জমি দখলের জন্য মানুষ মারামারি করে বেড়ায়, সেখানে বানরের নামে জমি লিখে দেওয়ার ঘটনা বিরল। অবিশ্বাস হলেও এমনটাই হয়েছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের ওসমানাবাদ জেলায় অবস্থিত। গ্রামের নাম উপলা। সেখানকার বাসিন্দা বানরের বসবাসের জন্য ৩২ একর জমি দান করেছে।

বাসিন্দা বানরের বসবাসের জন্য ৩২ একর জমি দান করেছে

উপলা গ্রামে এখন ছুটে বেড়ায় বানরেরা। তাই গ্রামটি বানরের গ্রাম নামেই বেশ পরিচিত। বহু বছর ধরে ঐ গ্রাম এবং এর আশপাশে ও এর পাশের জঙ্গলে বানরেরা দল বেঁধে বসবাস করে। সেখানে বানরের নামে আনুষ্ঠানিকভাবে জমি লিখে দেন গ্রামবাসী। গ্রামটির পঞ্চায়েতপ্রধান বাপ্পা পাডওয়ালের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, গ্রামের পঞ্চায়েত ৩২ একর জমি বানরদের নামে রেজিস্ট্রি করে দিয়েছে।

বাপ্পা পাডওয়াল আরো জানান, গ্রামবাসীর সঙ্গে বানরগুলোর মধুর সম্পর্ক রয়েছে। খুদা পেলেই বন ছেড়ে বানরেরা বাড়ির দরজায় হাজির হয়। তখন বানরগুলোকে খাবার দেওয়া হয়। গ্রামে বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠানেও বানরদের খাবারের ব্যবস্থা থাকে। এমনকি উপহারও দেওয়া হয়। এটাই গ্রামের রীতি। বছরের পর বছর ধরে এই রীতি চলে আসছে। গ্রামটিতে এখন বানরের সংখ্যা প্রায় ১০০। আগে আরো বানরের বসবাস ছিল।

বন বিভাগ জানায়, বানরের জন্য রেজিস্ট্রি করা জমির উপর গাছ লাগানো হয়েছে। তাদের নিরাপত্তার খাতিরে সব ব্যবস্থা নেয়া হয়েছে। সেখানে একটি বাড়িও রয়েছে। তবে তা পরিত্যক্ত। পরিত্যক্ত হলেও সেখানে দল বেধে থাকতে পারে বানরেরা।