ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বাসা ভাড়া নিয়ে মাদক ও দেহ ব্যবসা, বাঁধা দেয়ায় প্রাণ নাশের হুমকি!

এহসানুল হক রিপন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:২৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
  • / ২৬২ বার পড়া হয়েছে

এহসানুল হক রিপন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর বাজার এলাকায় শফিকুল ইসলাম নামে এক বাড়ির মালিককে প্রাণ নাশের হুমকি দিয়েছে মাদক সেবী ও মাদক ব্যবসায়ী।গত ৫ মে ২০২৩ ইং এই বিষয়ে সদর থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

মামলা সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম সুহিলপুর বাজার এলাকায় ক্রয়সূত্রে জায়গা ভোগদখল করে আসছেন। তার ক্রয়কৃত বাড়িটি ভাড়া নিয়ে সাগর (২৪) সহযোগিতায় সাথী বেগম (২৭) ও রাজিয়া বেগম (৪০) এখানে মাদক ও দেহ ব্যবসায় লিপ্ত রয়েছে। তারা শফিকুল ইসলামের বাড়িতে অবৈধভাবে দখল করে মাদক ও দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রতিদিন এখানে মাদকের আসর বসে। গত ৫ /৫/২৩ ইং তারিখ তাদেরকে এখান থেকে চলে যেতে বললে তারা শফিকুলকে অকথ্য ভাষায় গালাগাল করে। তাদেরকে বাড়ি খালি করে দিতে বললে তারা শফিকুলকে হুমকি দেয়, বাধা দিলে নারী নির্যাতন মামলা দেয়ার ভয়ভীতি দেখায়। ভুক্তভোগী শফিকুল ইসলাম বলেন, বাড়ি খালি করে দিতে বললে আসামিরা আমাকে খুন করে ফেলার হুমকি দেয়। তাই আমি বাধ্য হয়ে সাগর (২৫), সাথী বেগম (২৭),ও রাজিয়া বেগম (৪০) কে আসামি করে সদর থানায় একটি অভিযোগ দায়ের করি। আমি সুহিল পুরের চেয়ারম্যান, মেম্বার ও সাংবাদিক সহ এলাকার মান্যগন্য ব্যক্তিদের অবগত করেছি। কিছু প্রভাবশালী লোকের যোগসাজশে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা। মাদক ব্যবসায়ীকদের কাছ থেকে মাস শেষে মাসোহারা খাচ্ছে দালালরা। আমি আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ সুপার মহোদয় দৃষ্টি কামনা করি। অচিরেই যদি এসব মাদক ব্যবসা বন্ধ না করে সুহিলপুরের যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। প্রকাশ্যে দিবালোকে ফেনসিডিল, ইয়াবা দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসায়িরা।

এই বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই নিউজটি শেয়ার করুন

x

ব্রাহ্মণবাড়িয়ায় বাসা ভাড়া নিয়ে মাদক ও দেহ ব্যবসা, বাঁধা দেয়ায় প্রাণ নাশের হুমকি!

প্রকাশের সময় : ১১:২৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩

এহসানুল হক রিপন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর বাজার এলাকায় শফিকুল ইসলাম নামে এক বাড়ির মালিককে প্রাণ নাশের হুমকি দিয়েছে মাদক সেবী ও মাদক ব্যবসায়ী।গত ৫ মে ২০২৩ ইং এই বিষয়ে সদর থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

মামলা সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম সুহিলপুর বাজার এলাকায় ক্রয়সূত্রে জায়গা ভোগদখল করে আসছেন। তার ক্রয়কৃত বাড়িটি ভাড়া নিয়ে সাগর (২৪) সহযোগিতায় সাথী বেগম (২৭) ও রাজিয়া বেগম (৪০) এখানে মাদক ও দেহ ব্যবসায় লিপ্ত রয়েছে। তারা শফিকুল ইসলামের বাড়িতে অবৈধভাবে দখল করে মাদক ও দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রতিদিন এখানে মাদকের আসর বসে। গত ৫ /৫/২৩ ইং তারিখ তাদেরকে এখান থেকে চলে যেতে বললে তারা শফিকুলকে অকথ্য ভাষায় গালাগাল করে। তাদেরকে বাড়ি খালি করে দিতে বললে তারা শফিকুলকে হুমকি দেয়, বাধা দিলে নারী নির্যাতন মামলা দেয়ার ভয়ভীতি দেখায়। ভুক্তভোগী শফিকুল ইসলাম বলেন, বাড়ি খালি করে দিতে বললে আসামিরা আমাকে খুন করে ফেলার হুমকি দেয়। তাই আমি বাধ্য হয়ে সাগর (২৫), সাথী বেগম (২৭),ও রাজিয়া বেগম (৪০) কে আসামি করে সদর থানায় একটি অভিযোগ দায়ের করি। আমি সুহিল পুরের চেয়ারম্যান, মেম্বার ও সাংবাদিক সহ এলাকার মান্যগন্য ব্যক্তিদের অবগত করেছি। কিছু প্রভাবশালী লোকের যোগসাজশে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা। মাদক ব্যবসায়ীকদের কাছ থেকে মাস শেষে মাসোহারা খাচ্ছে দালালরা। আমি আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ সুপার মহোদয় দৃষ্টি কামনা করি। অচিরেই যদি এসব মাদক ব্যবসা বন্ধ না করে সুহিলপুরের যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। প্রকাশ্যে দিবালোকে ফেনসিডিল, ইয়াবা দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসায়িরা।

এই বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।